অনলাইনে হেডফোন কিনে ধোঁকা খেলেন অভিনেতা
হেডফোনের ব্র্যান্ডের নাম ‘নাথিং ইয়ার’। এদিকে অর্ডার করে বাস্তবেও যে ‘নাথিং’ পাবেন, তা বোধ হয় ভাবতেও পারেননি ভারতের টিভি অভিনেতা পরশ কালওয়ান্ত। সাধের অর্ডারের বাক্স খুলে দেখলেন ভিতরে নেই কিছুই! সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ তার। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় রেগে যান তিনি। টুইটারে এ বিষয়ে লেখেন অভিনেতা। তার অভিযোগ, ‘ফ্লিপকার্টের পরিষেবা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে সবাই ফ্লিপকার্ট থেকে কেনা বন্ধ করে দেবেন।’ টুইটে ফ্লিপকার্টকে ট্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
এরপরে টুইটে রিপ্লাই করে ফ্লিপকার্টের অফিসিয়াল হ্যান্ডেল। সেখানে এই ঘটনার জন্য ক্ষমা চায় তারা। অভিনেতাকে তার অর্ডার আইডি দিতে অনুরোধ করা হয়।
সম্প্রতি শেষ হওয়া ফ্লিপকার্টে ‘বিগ বিলিয়ন ডেজ সেল’-এর অনেক ক্রেতাই ডেলিভারি আসেনি বলে অভিযোগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্লিপকার্ট কর্মী জানিয়েছেন, প্রচুর ডেলিভারির চাপ রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে দুর্গাপূজা চলছিল। তবে চিন্তার কারণ নেই। সামান্য দেরি হলেও ডেলিভারি হবে। নিশ্চিন্ত থাকতে ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে ট্র্যাকিংয়ের পরামর্শও দেওয়া হয়েছে ভারতীয় ক্রেতাদের।
এইচকে