সোমালিয়ায় সেনা অভিযানে ১৮৯ জঙ্গি নিহত
আফ্রিকার দেশ সোমালিয়ায় এক সেনা অভিযানে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের ১৮৯ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় সোমালিয়া সরকারের সহযোগী উগান্ডার সেনাবাহিনী।
শুক্রবার রাজধানী মোগাদিসুর কাছে তিনটি গ্রামে আল শাবাবের প্রশিক্ষণ শিবিরে উগান্ডার সেনবাহিনী উগান্ডান পিপলস ডিফেন্স ফোর্স (ইউপিডিএফ) অভিযান পরিচালনা করে। সেই অভিযানেই এরা নিহত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউপিডিএফ।
বিজ্ঞাপন
বিগত কয়েক বছর ধরেই আফ্রিকাভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল শাবাব অপহরণ, হত্যা, বোমা হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সোমালিয়ায়। সম্প্রতি দেশটির পূর্ণ ক্ষমতার দখল নিতে সেখানকার নির্বাচিত সরকার পতনের লক্ষ্যে কাজ করছে আল শাবাব।
এ পরিস্থিতিতে এই সন্ত্রাসী সংগঠনকে দমনের মাধ্যমে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় সোমালিয়ার ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে সহযোগিতায় এগিয়ে এসেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এইউ এর সহযোগী হিসেবে সেখানে কাজ করছেন উগান্ডার সেনাসদস্যরা।
বিবৃতিতে ইউপিডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ৬২ মাইল দক্ষিণপশ্চিমে সিগালে, আদিমোলে এবং কাইতোয়ে গ্রামে আল শাবাবের প্রশিক্ষণ শিবিরগুলোতে শুক্রবার অভিযান চালানো হয়।
এ বিষয়ে আরো বলা হয়,‘ শুক্রবার ইউপিডিএফের অভিযানে ১৮৯ জন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া ওই তিন গ্রামে অভিযানের সময় তাদের প্রশিক্ষণ শিবিরে যেসব অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাওয়া গেছে, সেগুলো জব্দ করা হয়েছে।’
তবে আল শাবাব গোষ্ঠীর পক্ষ থেকে এখনো এ হামলার কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সোমালিয়ায় কট্টর ইসলামী শরিয়াপন্থী জঙ্গিগোষ্ঠী আল শাবাবের উত্থান ২০১১ সালে। ইতোমধ্যে দেশটির দক্ষিণাংশের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া আল শাবাব গত দু’তিন বছর ধরে দেশটির কেন্দ্রীয় ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতেই সোমালিয়া সরকারকে সহযোগিতা করছে আফ্রিকান ইউনিয়ন।
সম্প্রতি সোমালিয়ার সেনাবাহিনী ও এইউ বাহিনীর টানা অভিযানে নিজেদের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু এলাকা হাতছাড়া হয়ে গেলেও আল শাবাবের অস্ত্র ও গোলাবারুদের ভান্ডার এখনও বেশ সমৃদ্ধ বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ