অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করোনা টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কারের পর এবার করোনা চিকিৎসার জন্য ওষুধ আবিষ্কার করেছে সুইডেনভিত্তিক ওষুধ ও টিকাপ্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।

ওষুধটি করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য মার্কিন খাদ্য ও ওষুধ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ফুডস অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমতি চেয়েছে কোম্পানি। ইতোমধ্যে ওষুধের ট্রায়াল ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্বলিত কাগজপত্র এফডিএতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার এ সম্পর্কিত এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের এই ওষুধটির নাম এজেডডি৭৪৪২। অ্যান্টিবডি থেরাপি ঘরানার ওষুধ এজেডডি৭৪৪২-এর কাজ মানবদেহে পর্যাপ্ত পরিমাণে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি উৎপাদন করা।

ওষুধটির সর্বশেষ ট্রায়ালের তথ্য অনুযায়ী, এজেডডি৭৪৪২ করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ও করোনার উপসর্গ ৭৭ শতাংশ হ্রাস করতে সক্ষম বলে বিবৃতিতে দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা।

করোনা টিকার দুই ডোজ নেওয়ার পরও যাদের দেহে এই রোগটিকে প্রতিহত করার মতো প্রয়োজনীয় ও নূন্যতম প্রতিরোধী শক্তি বা অ্যান্টিবডির অভাব দেখা যায়, তাদেরকে ওষুধের মাধ্যমে অ্যান্টিবডি নেওয়ার ব্যবস্থাপত্র দিচ্ছেন মার্কিন চিকিৎসকরা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের করোনা চিকিৎসায় তিন কোম্পানির তিনটি অ্যান্টিবডি ওষুধ ব্যবহৃত হচ্ছে- রেজেনেরন, এলি লিলি ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন। তবে অ্যাস্ট্রাজেনেকার ওষুধটি মার্কিন চিকিৎসাব্যবস্থায় ব্যবহারের সুযোগ দেওয়া হলে বর্তমান তিনটি ওষুধের বাজার ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য ও ওষুধ বিশেষজ্ঞরা।

গত জুলাইয়ে প্রথম করোনার অ্যান্টিবডি ওষুধ প্রস্তুত করার ঘোষণা দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। তারপর ওষুধটি নির্মাণ ও তার ৩ টি ট্রায়াল শেষে সোমবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুডস অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন বরবার জরুরি প্রয়োজনে এজেডডি৭৪৪২ ব্যাবহারের অনুমোদন চাইল অ্যাস্ট্রাজেনেকা।

সূত্র : রয়টার্স

এসএমডব্লিউ