রোমানিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তপক্ষের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রোমানিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমসমূহ ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোমানিয়ার পূর্বাঞ্চলীয় শহর কনস্টান্টার ওই হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টার দিকে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে, যেখানে করোনায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা চলছিল।

এই সংক্রান্ত কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন লাগার পর হাসপাতালের দোতলার জানালা থেকে ঝাঁপ দিয়ে নামছেন কয়েকজন রোগী। অবশ্য ফায়ার সার্ভিসের কর্মীরা রোগীদের হাসপাতাল থেকে বের করে নিচ্ছেন- এমন দৃশ্যও দেখা গেছে ফুটেজে।

গত এক বছরেরও কম সময়ের মধ্যে এই নিয়ে তৃতীয় বারের মতো রোমানিয়ার কোনো হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত নভেম্বরে দেশটির পিয়াত্রা নিমন্ট জেলার একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগেছিল, তাতে মারা গিয়েছিলেন ১০ জন রোগী।

তারপর চলতি বছর ফেব্রুয়ারিতে রাজধানী বুখারেস্টের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন ৪ জন রোগী।

কনস্টান্টা শহরের ওই হাসপাতালে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে হাসপাতালের রোগীদের আত্মীয়স্বজনরা এর যথাযথ কারণ উদ্ঘাটনে তদন্তের দাবিতে হাসপাতালটির সামনে বিক্ষোভ করেছেন।

এদিকে শুক্রবার এক বিবৃতিতে রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস অগ্নিকাণ্ডের এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা যে নড়বড়ে পরিস্থিতিতে আছে, তাও স্বীকার করেছেন তিনি।

বিবৃতিতে ইয়োহানিস বলেন, ‘আমি এই দুর্ঘটনায় হতবাক। করোনার চতুর্থ ঢেউয়ে বর্তমানে আমরা বেসামাল অবস্থায় আছি এবং আমদের ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থা যে এই দুর্যোগ আর নিতে পারছেন না, তারই একটি দুঃখজনক নজির এই ঘটনা।’

২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২ লাখ ৪৪ হাজার ৫৫৫ জন এবং এ রোগে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন মোট ৩৭ হাজার ২১০ জন।

বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার, এবং এদের মধ্যে ৩৭৩ জনই শিশু। শুক্রবার রোমানিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৮৭ জন।

অতিরিক্ত করোনা রোগীর চাপে দেশটির অধিকাংশ হাসপাতালের আইসিইউগুলো ভর্তি হয়ে আছে, নতুন রোগী ভর্তি হওয়ার কোনো সুযোগ আর সেগুলোতে নেই।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি সদস্যরাষ্ট্রের মধ্যে যে দেশগুলোতে করোনা টিকাদান সবচেয়ে কম হয়েছে, তাদের মধ্যে শীর্ষে আছে রোমানিয়া।

এসএমডব্লিউ