ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না। ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লা মন্ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে এই মন্তব্য করেছেন।
 
তিনি বলেন, ভিয়েনা আলোচনা শুরু করবে কি না সে বিষয়টি ভেবে দেখেছে ইরান এবং শেষ পর্যন্ত আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সামনে একটি উদ্বেগের বিষয় রয়েছে সেটা হচ্ছে- নতুন আলোচনায় ঢোকার আগে বিগত দিনগুলোর আলোচনাকে মূল্যায়ন করা।

ভিয়েনা আলোচনায় ইরান বাড়তি কোনো কিছু বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের  দাবি করবে কি না- এমন এক প্রশ্নের জবাবে খাতিবজাদে বলেন, ‘আমরা বিস্মিত যে, ভিয়েনায় অনুষ্ঠিত ছয়টি আলোচনা কেন ব্যর্থ হলো। এর কারণ ও অর্জনগুলো নিশ্চয় মূল্যায়ন করা হবে। আলোচনায় যেসব পয়েন্ট সন্তোষজনক ছিল না তা তালিকা থেকে বাদ দেওয়া হবে।’

খাতিবজাদে আরও বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র পক্ষ যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, একতরফাভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার কারণে ইরানের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে এবং ইরানি অর্থনীতিতে শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে।  

সূত্র : পার্স টুডে। 

এনএফ