বিবাহিত নারীর প্রেমিকের আত্মহত্যা, চুল কেটে পরানো হলো জুতার মালা
নির্মম এক বর্বরতার সাক্ষী হলো ভারতের উত্তর ২৪ পরগনার গাইঘাটার বরা পঞ্চায়েত এলাকা। অপরাধের শাস্তি হিসাবে সেখানে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে, চুল কেটে দিয়ে, মারধর করে পরানো হয়েছে জুতার মালা! গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই নারীর সম্পর্কে এক যুবকের পরকীয় প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে ওই যুবক আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যার জন্য এই নারীকে দায়ী করে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আত্মহত্যা করা ওই যুবকের মায়ের অভিযোগ এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার ছেলের। তার জন্যই আত্মহত্যা করেছেন তার ছেলে। এ খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এরই জের ধরে তারা ওই নারীকে বাড়ি থেকে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে, তার চুল কেটে দিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে বেধড়ক মারধর করে। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে।
ঘটনার জন্য স্থানীয়রা ও আত্মহত্যা করা যুবকের মা ওই নারীর শাস্তি চেয়েছেন। আরও অনেকের সঙ্গে ওই গৃহবধূর অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে ওই নারী বলছেন, অনেক আগে থেকেই ওই যুবকের সঙ্গে কথা বলা বন্ধ তার।
গীতা মজুমদার নামে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, ওই নারী ৩-৪টি সংসার ভেঙেছে। নিজের ভাশুরের ছেলের সঙ্গেও সম্পর্ক ছিল।
তাই ওই নারীর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে তারা ওই নারীর সঙ্গে যা করেছেন সেটাতে অন্যায় কিছু দেখছেন না। বন্দনা পাণ্ডে নামে আরেক নারীর বক্তব্য- ‘ওই মহিলার জন্য একজনের জীবন শেষ হয়ে গেল। আমরা ওই মহিলার চুল কেটেছি, এমন কী হয়েছে!’
এনএফ