রাজনীতিতে পদোন্নতি পেলেন কিমের বোন ইয়ো জং
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের পদোন্নতি হয়েছে। সম্প্রতি তিনি দেশটির শীর্ষ নির্বাহী সংস্থা স্টেট অ্যাফেয়ার্স কমিশনের (এসএসি) সদস্যপদ পেয়েছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা কেসিএনএ।
৯ সদস্যের এই কমিশন উত্তর কোরিয়ার শীর্ষ নেতার প্রধান পরামর্শক ও সহায়ক উইং হিসেবে কাজ করে। কেসিএনএ জানিয়েছে, সম্প্রতি পুরো কমিশন ঢেলে সাজানো হয়েছে। আগের সদস্যদের বাদ দিয়ে নতুন ৯ জন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে এসএসিতে।
বিজ্ঞাপন
সেই ৯ সদস্যেরই একজন কিম ইয়ো জং। কমিশনের বর্তমান সদস্যদের মধ্যে তিনিই একমাত্র নারী ও সবচেয়ে কম বয়স্ক বলে প্রতিবেদনে উল্লেখ করেছে কেসিএনএ।
এ পর্যন্ত উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের দুইজন ভাই-বোনের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। একজন কিম জং ন্যাম. যিনি কিমের সৎভাই ছিলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষক্রিয়ার মাধ্যমে তাকে হত্যা করা হয়। উত্তর কোরিয়া বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে কিম জং উনের হাত ছিল।
অন্যজন তার বোন কিম ইয়ো জং, যিনি গত দু-তিন বছর ধরে উনের প্রধান পরামর্শকের দায়িত্ব পালন করছেন। ভাইয়ের মতো তিনিও পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন উনের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছিল, সে সময়ই রাজনীতির মঞ্চে প্রবেশ ঘটে তার।
রাজনীতিতে উনকে ছায়ার মতো অনুসরণকারী কিম ইয়ো জং ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে উনের একাধিক বৈঠকেও এর আগে উপস্থিত ছিলেন। কিম জং উন নিজেও তার বোনের ওপর যথেষ্ট আস্থা রাখেন বলে এর আগে বিভিন্ন সময়ে প্রতীয়মান হয়েছে।
উত্তর কোরিয়ার রাজনীতি বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে কিম জং উনের উত্তরসূরী হতে যাচ্ছেন কিম ইয়ো জং। যদি এমন হয়, সেক্ষেত্রে তিনি হবেন উত্তর কোরিয়ার প্রথম নারী নেত্রী।
সূত্র: এএফপি
এসএমডব্লিউ