সম্প্রতি ভারতে ই-স্কুটার লঞ্চ করেছে ওলা ইলেকট্রিক। মাত্র দুই দিনেই এক হাজার ১০০ কোটি টাকার বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে সংস্থাটি। আর তারপরই সংস্থাটির পক্ষ থেকে জানানো হলো, শুধু স্কুটারে আটকে থাকতে চান না তারা। তাদের ইচ্ছা ই-বাইক এবং ই-কার আনা।

এ বিষয়ে ওলা ইলেকট্রিকের সিইও ভাবীশ আগারওয়াল বলেন, আমরা ইতোমধ্যেই আমাদের ফিউচার ফ্যাক্টরি নিয়ে এগিয়ে গেছি। বিশ্বের সবচেয়ে বড় ২ডব্লিউ কারখানা আমাদের ওলা এস ১ স্কুটারগুলো তৈরি করছে। এখন পর্যন্ত এই ক্যাটাগরিতে তৈরি এটাই সেরা স্কুটার। আগামী তিন মাসে আমরা এটা আরও বাড়াব। স্কুটারের পাশাপাশি বাইক এবং গাড়ির উৎপাদনও শুরু করব।

আরও পড়ুন : ২ দিনে ওলার ১১০০ কোটির স্কুটার বিক্রি

ভাবীশ আগারওয়াল মনে করিয়ে দেন যে এই ইলেকট্রিক স্কুটার সস্তা, ভালো এবং অনন্য। তিনি এ বিষয়ে বলেন, আমাদের ইলেকট্রিক যানগুলো স্মার্ট। বাকি সব যান্ত্রিক ডিভাইসগুলোকে আমাদের তৈরি যানবাহনগুলো ছাপিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা এই মাল্টি-মোডাল গতিশীলতা সব ভারতবাসীর কাছে নিয়ে আসব। ওলার ডিজাইন করা ইলেকট্রিক যানগুলো বিভিন্ন স্তরের মানুষের প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে কাস্টমাইজড হবে।

এমএইচএস