৫ কোটি টাকায় বিক্রি হল রবীন্দ্রনাথের ‘যুগল’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি ব্রিটেনের এক নিলাম সংস্থা ৫ লাখ পাউন্ডে (৫ কোটি ৮৬ লাখ ২১ হাজার টাকা) বিক্রি করেছে। বুধবার ব্রিটিশ নিলাম সংস্থা ক্রিস্টিজ ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কনটেমপোরারি আর্ট’ বিভাগে ছবিটি নিলামে তোলে।
সংস্থাটির কমিশনসহ পাঁচ লক্ষ পাউন্ডে বুধবার সেটি বিক্রি হয়েছে। নামহীন ছবিটিকে ক্রিস্টিজের ওয়েবসাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। তবে ছবিটি কে কিনেছে সেটি অবশ্য জানা যায়নি।
বিজ্ঞাপন
ব্রিটিশ এই নিলাম সংস্থা এর আগেই জানিয়েছিল, ছবিটি ৮৮ লাখ থেকে ১ কোটি ৩ লাখ টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছে তারা।
সংস্থাটির ওয়েবসাইট বলছে, ২২ দশমিক ৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির তুলনায় আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি।
১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে নিয়েছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথের কাছ থেকেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে।
পরে তাদের উত্তরসূরিরা ছবিটি নিলাম সংস্থা ক্রিস্টিজকে দেন। ক্রিস্টিজ নিউ ইয়র্ক শাখার ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কনটেমপোরারি আর্ট’— এই বিভাগের সাম্প্রতিকতম নিলামে রাখা হয়েছিল ছবিটিকে। আনন্দবাজার।
এসএস