মোট ভোটের অর্ধেক পেয়ে নির্বাচনে জয়ী পুতিনের দল
সদ্য শেষ হওয়া রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শুরু হয়েছিল রাশিয়ার জাতীয় আইনসভা দুমার নির্বাচন। শেষ হয়েছে রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে। রাশিয়ার মোট ভোটারের ৩৫ দশমিক ৭ শতাংশ এই নির্বাচনে ভোট দিয়েছেন।
বিজ্ঞাপন
ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। সোমবার বেলা ১১ টা পর্যন্ত ৭৪ শতাংশ ব্যালট গণনার পর দেখা গেছে, ইউনাইটেড রাশিয়া পার্টি পেয়েছে ৪৯ শতাংশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কমিউনিস্ট পার্টি পেয়েছে ২০ শতাংশ ভোট।
এছাড়া রাশিয়ার জাতীয়তাতবাদী অপর দুই দল এলডিপিআর পার্টি ও ফেয়ার রাশিয়া পার্টি পেয়েছে যথাক্রমে ৮ শতাংশ ও ৭ শতাংশ ভোট। এছাড়া চলতি জাতীয় নির্বাচনকে ঘিরে রাশিয়ায় গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল নিউ পিপল পেয়েছে ৫ শতাংশ ভোট।
কমিউনিস্ট পার্টি, এলডিপিআর পার্টি এবং ফেয়ার রাশিয়া পার্টি অবশ্য নামে বিরোধী দল হলেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টিকেই সমর্থন করে থাকে।
এবারের নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টির প্রধান বিরোধীপক্ষ ছিল রাশিয়ায় পুতিনের সবচেয়ে বড় সমালোচক এবং দেশটির দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অ্যালেক্সেই নাভালনি ও তার সমর্থকরা।
দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে বর্তমানে কারাগারে আছেন নাভালনি।
নাভালনির কারাবাস শুরুর পর চরমপন্থার অভিযোগ তুলে গত জুনে তার সরকারবিরোধী আন্দোলনকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, সদ্য শেষ হওয়া নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে নাভালনির মিত্রদেরও।
নাভালনির একাধিক সমর্থক জানিয়েছেন, তারা নোংরা নির্বাচনী কৌশলের শিকার হচ্ছেন বা তাদের প্রতিযোগিতা করতে দেওয়া হচ্ছে না।
রাশিয়ার রাষ্ট্রপতির দফতর ক্রেমলিন অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমনপীড়নের কথা অস্বীকার করেছে। নির্বাচনে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তা আইনানুগ ও বিধিসম্মত ভাবে হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন।
পাশাপাশি, প্রার্থীদের নিবন্ধন বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় কোনো প্রভাব খাটানো হয়নি বলে দাবি করেছে ক্রেমলিন ও ইউনাইটেড রাশিয়া পার্টি- উভয়ই।
সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ইউনাইটেড পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।
জাতীয় নির্বাচন কমিশন ভোটের ফল জানানোর পরই রাজধানী মস্কোতে বিজয় মিছিল বের করে ইউনাইটেড রাশিয়া পার্টি, যার নেতৃত্বে ছিলেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।
মিছিলে সবার সামনে দলের পতাকা উঁচিয়ে তিনি স্লোগান দিচ্ছিলেন- পুতিন, পুতিন,পুতিন। অন্যান্যরাও তাকে অনুসরণ করছিলেন।
রাশিয়ার কেন্দ্রীয় আইনসভা দুমার ৪৫০ আসনের মধ্যে প্রায় তিন চতুর্থাংশ আসন রয়েছে ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে; আর এই সংখ্যাগরিষ্ঠতার জোরেই গত বছর দেশের সংবিধান সংস্কারের পদক্ষেপ নেয় ক্রেমলিন।
ওই সংস্কারের ফলে ২০২৪ সালের পর পুতিন আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর অনুমোদন পান। ফলে, তার সামনে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ সৃষ্টি হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে জীবনযাত্রার মান নিয়ে অসন্তোষ চলছে রাশিয়ায়; কিন্তু তা সত্ত্বেও ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার প্রত্যাশিত জয়কে প্রেসিডেন্ট পুতিনের প্রতি জনসমর্থনের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন পুতিনের সমর্থকরা।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ