বাংলা ক্যালেন্ডারের পাতায় আশ্বিন মাস পড়ে গেছে। তবে আবহাওয়ার হিসেব এখনও অন্য পথে চলছে। রাতভর প্রবলবৃষ্টিতে পশ্চিমঙ্গের কলকাতাসহ দক্ষিণের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়ে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া নিম্নচাপের কারণেই এই বৃষ্টি। নিম্নচাপের সঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী দুই থেকে তিন আরও বৃষ্টিপাতও হতে পারে। এদিকে রাতভর বৃষ্টির পর আজ সকাল থেকেও কলকাতার আকাশ মেঘলা। 

আলিপুর আবহাওয়া দফতরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি  হয়েছে নিম্নচাপ। মিয়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে এর অবস্থান। ফলে বৃষ্টির দাপট বাড়ছে।

এই আবাহওয়া দফতর বলছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। 

এনএফ