২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সংক্রমণ, কমেছে মৃত্যু
ভারতে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে, সেই সঙ্গে কমেছে এ রোগে মৃতের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের বুলেটিনে বলা হয়েছে, শনিবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৬৭ জন, যা আগের দিন শুক্রবারের চেয়ে ৭১৮ জন বেশি এবং শতকরা হিসেবে এই হার ৩ দশমিক ৬৫ শতাংশ বেশি।
বিজ্ঞাপন
শুক্রবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪ হাজার ৬৪৯ জন।
অন্যদিকে, শনিবার করোনায় ভারতে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। আগের দিন শুক্রবার এই সংখ্যা ছিল ৩১৮। অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩২।
গত কয়েক মাস ধরে করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের মধ্যে শীর্ষে আছে কেরালা। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার ভারতের সর্বদক্ষিণের এই রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হজার ২৬০ জন এবং এ রোগে মারা গেছেন ১৩২ জন।
এই তালিকায় কেরালার পরেই আছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। শুক্রবার সেখানে নতুন করোনা রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৫৮৬ এবং মৃতের সংখ্যা ছিল ৬৭ জন।
ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরালায়। তার পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৩৯০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৪ লাখ ৪৪ হাজার ৫৬৩ জনের।
এছাড়া, ভারতে শুক্রবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ হাজার ৮৫০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ২২২ জন।
বর্তমানে ভারতে করোনা শনাক্তের দৈনিক হার ১ দশমিক ২৩ শতাংশ এবং এ রোগ থেকে সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৬০৫ জন।
করোনা সংক্রমণ প্রতিরোধে গত ১৬ জানুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ভারত। শনিবার দুপুর পর্যন্ত এই কর্মসূচিতে মোট ৭৮ কোটি ২১ লাখ ৭ হাজার ৭৭৫ ডোজ টিকা ব্যবাজহর করা হয়েচে।
সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি অনলাইন
এসএমডব্লিউ