আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন মোদি
আফগানিস্তান নিয়ে ভারত সরকারের নীতিগত অবস্থান শুক্রবার স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক মহলের উদ্দেশে মোদি বলেছেন, ‘তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করা উচিত নয়।’
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদি বলেন, ‘আফগানিস্তানে অস্থিরতা ও মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে। এতে সারা বিশ্বে সন্ত্রাসী ও উগ্র আদর্শ উৎসাহিত হয়ে উঠেছে।’
বিজ্ঞাপন
‘হিংসার মাধ্যমে ক্ষমতা দখলে উদ্যোগী হতে পারে তারা’- তিনি যোগ করেন।
ভারতের প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আফগানিস্তানে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এর ফলে মাদক, বেআইনি অস্ত্র ও মানবপাচারের রমরমা বাড়তে পারে। আধুনিক অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে দেশটির যেখানে সেখানে। তা ওই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে।’
এমএইচএস