ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি টাওয়ারের ধসে পড়ার দৃশ্য ক্যামেরায় ধরেছিলেন নিউইয়র্ক টাইমসের চ্যাং ডব্লিউ লি

বিশ্ব বাণিজ্য কেন্দ্রে প্রথম বিমানটি বিধ্বস্ত হওয়ার পর কেলে গুয়েন্থার তার ক্যামেরা হাতে তুলে নিয়ে ব্রুকলিন হেইটের পদচারীদের হাঁটাহাটির স্থানের দিকে ছুটে যান; যেখান থেকে নিউইয়র্ক শহর এবং ম্যানহাটনের নিম্নাঞ্চলের আকাশচুম্বী সব ভবন দেখা যায়।

এর কয়েক সেকেন্ড পরই তিনি দেখতে পান, দ্বিতীয় আরেকটি বিমান আসছে। তিনি দেখলেন, বিমানটি স্ট্যাচু অব লিবার্টির ওপরে আকাশে উড়ছে এবং সোজাসুজি ম্যানহাটনের দিকে ছুটছে। বিমানটি দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে লাফিয়ে পড়ার এই ছবি তুলেছিলেন এপির আলোকচিত্রী রিচার্ড ড্রিউ।

২০ বছর আগের সেই হামলার ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করে কেলে বলেন, ‘আমি জানতাম কী ঘটতে যাচ্ছে: আমি শত শত মানুষের মৃত্যুর প্রত্যক্ষদর্শী হতে যাচ্ছি। আমি কিছুতেই ভাবতে পারছিলাম না। পরে আমি গভীর নিশ্বাস নিয়ে নিজেকে বললাম, তোমার কাজ করো। ক্যামেরাটা আমার মুখের সামনে নিলাম, আমার ক্যামেরার ভিউফাইন্ডারে আকাশের ফ্রেম তাক করে রাখলাম। বামদিক থেকে আমার ক্যামেরার ফ্রেমের ভেতরে বিমানটির আসার অপেক্ষা করতে থাকলাম।’

ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫ আঘাত হানার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাউথ টাওয়ারে বিস্ফোরণ ও ভয়াবহ  আগুন ধরে যায়।

পরের দিন বিশ্বের সব পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রধান খবরের সঙ্গে ছাপা হয় কেলের সেই ছবি। কেউ কেউ কেলির তোলা ছবি ক্রপ করে দুই তিনটি পাশাপাশি বসিয়ে ছাপেন। যাতে ধরা পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাউথ টাওয়ারে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর কীভাবে বিস্ফোরিত হয় সেই দৃশ্য।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি ভবন ধসে যাওয়ার পর নিউইয়র্ক সিটির অফিসে ধুলামাখা শরীরে আশ্রয় নেন মার্সি বর্ডার্স নামের এক নারী। 

তিনি বলেন, কিন্তু আমার কাছে... এটাই পুরো ফ্রেমের একটি ছবি; যা গল্প বলে: একেবারে নিখুঁত নীল আকাশ, নিউইয়র্ক শহরের আকাশ এবং একটি বিমান। পৃথিবী বদলে যাওয়ার এক সেকেন্ড আগের ছবির গল্প।

নিউইয়র্ক, পেনসিলভানিয়া এবং ভার্জিনিয়ায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার হৃদয়বিদারক ঘটনার দৃশ্য তুলে ধরে এসব ছবি।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে আহতদের সেবা দেন জরুরি উদ্ধারকারী সদস্যরা।

নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে শত শত মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় একটি ছবিতে। মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েট প্রেসের সুজানে প্লানকেট মানুষের দৌড়ে পালিয়ে যাওয়ার ছবিটি ক্যামেরায় ধারণ করেছিলেন; যার পেছনে বিস্ফোরণে প্রকাণ্ড ধোয়ার কুণ্ডলি উড়ছে।

 

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি টাওয়ারের ধসে পড়ার দৃশ্যটি ক্যামেরায় ধরেছিলেন নিউইয়র্ক টাইমসের চ্যাং ডব্লিউ লি

আফগানিস্তান থেকে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সদস্যরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রে আত্মঘাতী ওই হামলা চালায়। এর মধ্যে দু’টি বিমান নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে আঘাত হানে।

পেছনে জ্বলছে নিউইয়র্ক, একটু দূরে আহতদের সেবা দিচ্ছেন জরুরি সেবাকর্মীরা

অপর একটি বিমান বিধ্বস্ত করা হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে। এছাড়া যাত্রীবাহী চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।

সূত্র: সিএনএন, বিবিসি।

এসএস