যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত চার কোটি ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগী চার কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬ লাখ ৫০ হাজারের বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির ৪ কোটি ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার মহামারির দুঃখজনক এই মাইলফলক ছুঁয়েছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। এদিকে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ দেখা দিয়েছে দেশটিতে। মূলত করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের কারণে যুক্তরাষ্ট্রে আবার এমন প্রকোপ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে এখন সাপ্তাহিক গড়ে প্রতিদিন প্রায় দেড় লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে মহামারির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝ পর্যায়ে রয়েছে দেশটি। টিকা না থাকলে এই প্রকোপ আরও ভয়াবহ হতো।
মার্কিন বেশ কয়েকটি কোম্পানি কোভিড টিকা উদ্ভাবন করায় যুক্তরাষ্ট্রে টিকার কোনো ঘাটতি নেই। অনেকে ইতোমধ্যে টিকা নিয়েছেন। তবে দেশটির অনেকর মধ্যে টিকার নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা গেছে। তাদের উৎসাহিত করতে সরকার প্রচারণা চালাচ্ছে।
গোটা বিশ্বে এখন পর্যন্ত যত জন কোভিড সংক্রমিত মানুষ শনাক্ত হয়েছেন, এর মধ্যে ৫ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। করোনায় সর্বাধিক আক্রান্ত নিয়ে বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনভাইরাসে প্রাণহানির হিসাবেও দেশটি রয়েছে শীর্ষে।
করোনা শনাক্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে ৩ কোটি ৩০ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় প্রাণহানির দিক থেকে দ্বিতীয় স্থানটি ব্রাজিলের। দেশটিতে ৫ লাখ ৮৪ হাজার কোভিড আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে।
এএস