বাংলাদেশসহ ৭ দেশের যাত্রীদের পিসিআর টেস্ট বাধ্যতামূলক পশ্চিমবঙ্গে
বাংলাদেশসহ ৭ দেশের যাত্রীদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড।
বুধবার (০৮ সেপ্টেম্বর) থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ সম্পর্কে বলেন, ' এই সাত দেশ থেকে আগত যাত্রীদের পশ্চিমবঙ্গে পৌঁছানোর পরপরই আরটি-পিসিআর টেস্ট করতে হবে। টিকার ডোজ সম্পূর্ণ বিষয়ক সনদ বা বিমানে ওঠার আগে করানো আরটি পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট থাকলেও কলকাতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফের করাতে হবে আরটি-পিসিআর টেস্ট। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, কলকাতা বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট করানোর ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে টেস্ট করাতে হলে জন্য যাত্রীদের টাকা দিতে হবে। কোনো যাত্রী যদি বিনামূল্যে করোনা টেস্ট করাতে চান, সেক্ষেত্রে তাকে পাঠানো হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ইনস্টিটিউটে।
তবে কোনো যাত্রী যদি টেস্ট করাতে অস্বীকৃতি জানান, সেক্ষেত্রে তাকে হাসপাতালে পাঠানো হবে। একইভাবে টেস্টে কেউ যদি পজিটিভ শনাক্ত হন, তাহলেও তাকে পাঠানো হবে হাসপাতালে।
এই নিয়ম জারির যৌক্তিকতা তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘বর্তমানে ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আছে এবং বিশেষজ্ঞদের আশঙ্কা,আগামী মাস থেকে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। তাই সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এসএমডব্লিউ