দীর্ঘ সময় ধরে পাবজি খেলছিল উনিশ বছরের এক কিশোর। আচমকা চিৎকার করে মাটিতে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

ভারতের মধ্যপ্রদেশে প্রাণ হারানো ওই কিশোরের নাম দীপক। শারীরিকভাবে প্রতিবন্ধী কিশোর দীপকের পরিবার পুলিশকে জানিয়েছে, দীপক দিনের বেশিরভাগ সময় মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতো। বাড়ির বাইরে বের হতে চাইতো না। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দীপক চলতি বছরই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পাশ করে ভর্তি হয়েছিল একাদশ শ্রেণিতে। ঘটনার দিনও পাবজি খেলছিল। হঠাৎ বিকট চিৎকার করে মাটিতে পড়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসরা জানান দীপক মারা গেছে। 

আরও পড়ুন>> অতিকায় সাপের ভিডিও ধারণ করতে গিয়ে তাড়া খেলেন ইউটিউবার

এর আগে ২০১৯ সালের মে মাসে এই মধ্যপ্রদেশেরই ইন্দোর জেলায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়। ওই কিশোরও মোবাইলে টানা পাবজি খেলতো। ঘটনার দিনও টানা ছয় ঘণ্টা পাবজি খেলেতে দেখা গিয়েছিল তাকে।

তার মৃত্যুর পর চিকিৎসকেরা তখন জানিয়েছিলেন, দীর্ঘক্ষণ এই ধরনের খেলায় অতিরিক্ত অ্যাড্রিনালিন ক্ষরণ হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তবে এখন মোবাইল ভিডিও গেমটির নতুন সংস্করণে টানা ৩ ঘণ্টার বেশি পাবজি খেলা যায় না।

এইতো সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় রেললাইনের উপর বসে থাকা চার তরুণের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। পুলিশ পরে জানায়, ওই তরুণরাও মোবাইলে পাবজি খেলায় এতটাই বুঁদ হয়েছিলেন যে, ট্রেনের শব্দই শুনতে পাননি।

এএস