আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় অবস্থানরত দু’টি সামরিক যান। সোমবার উপত্যকাটি দখলের দাবি করেছে তালেবান

আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশ পাঞ্জশির দখলের লড়াইয়ে সোমবারই নিজেদের বিজয়ী ঘোষণা করেছে তালেবান। এর একদিন পরই উপত্যকাটিতে তালেবান যোদ্ধাদের ওপর বিমান হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সংবাদের বরাত দিয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। অজ্ঞাত বেশ কয়েকটি সামরিক বিমান থেকে এই হামলা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে ভারতের আরেকটি সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টিভি নিউজ’ও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জশির উপত্যকায় তালেবান যোদ্ধাদের বিভিন্ন অবস্থানের ওপর অজ্ঞাত সামরিক বিমানের মাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে (সোমবার দিবাগত রাতে) এই হামলার ঘটনা ঘটে।

অজ্ঞাত সামরিক বিমানের মাধ্যমে চালানো এই হামলায় তালেবানের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও হামলার পর হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয় বলেও জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ।

তবে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটে থাকলে সবার আগে আঙুল উঠতে পারে ইরানের দিকে। কারণ পাঞ্জশির উপত্যকায় তালেবানের হামলার কারণে সোমবার প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিল ইরান। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মুখে তালেবানের সমালোচনার ঘটনা ছিল এটিই প্রথম।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন, পাঞ্জশির থেকে যে খবর আসছে তা আসলেই উদ্বেগজনক। সেখানে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইরান।

এছাড়া পাঞ্জশির প্রশ্নে, আফগানিস্তানের সব প্রবীণ আলেমদের উপস্থিতিতে সংলাপের মাধ্যমে এই সংকটের সমাধান করা উচিত বলেও জানিয়েছিলেন তিনি।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টির দখল নেওয়ার পর গত ১৫ আগস্ট কাবুলে প্রবেশ করতে সক্ষম হয় তালেবান। একমাত্র যে প্রদেশটি তালেবানের দখলের বাইরে ছিল- তার নাম পাঞ্জশির।

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার ক্ষুদ্র এই পার্বত্য প্রদেশটির দখল নিতে প্রায় এক সপ্তাহ আগে সামরিক অভিযান শুরু করে তালেবান যোদ্ধারা। পরে সোমবার সকালে উপত্যকাটি দখলের দাবি করে তারা।

সোমবার তালেবানের একজন মুখপাত্র বলেছেন, আমাদের দেশকে যুদ্ধের কবল থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে। রাজধানী কাবুল দখলের তিন সপ্তাহ পর পুরো দেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর আফগান নিরাপত্তা বাহিনী ও পুলিশের অনেক সদস্য পাঞ্জশিরে পালিয়ে যান এবং নিজেদেরকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট হিসেবে আখ্যায়িত করেন। সেসময় তারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।

টিএম