করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১১৬ বছর বয়সী আইসে কারাতাই

বয়স ১১৬ বছর। আক্রান্ত হয়েছিলেন বিশ্বজুড়ে বিপর্যয়ের সৃষ্টিকারী করোনাভাইরাসে। কিন্তু তাতে কি! হাসপাতালে চিকিৎসার মাধ্যমে করোনাভাইরাসকে পরাজিত করে হয়েছেন সুস্থ। আর এতেই বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে তুরস্কের মধ্যাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে।

সোমবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে জানানো হয়েছে, ১১৬ বছর বয়সী ওই বৃদ্ধার নাম আইসে কারাতাই। সপ্তাহ তিনেক আগে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেসময় তাকে এসকেশেহির সিটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে নেওয়া হয়।

পরে স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হলে আইসে কারাতাইকে আইসিইউ থেকে বাইরে বের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসে কারাতাইয়য়ের ছেলে ইব্রাহিম কারাতাই। চিকিৎসায় মা সুস্থ হয়ে ওঠায় সাংবাদিকদের কাছে উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি।

ইব্রাহিম জানান, তার মা আইসে কারাতাই চীনের তৈরি সিনোভ্যাক করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। তার ধারণা, টিকার উভয় ডোজ নেওয়া সম্পন্ন হলে তার মা হয়তো আরও সহজে করোনাকে পরাজিত করতে পারতেন।

তিনি জানান, আত্মীয়-স্বজনদের সঙ্গে অবস্থানের সময় তিন সপ্তাহ আগে তার মা করোনাভাইরাসে আক্রান্ত হন।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে তুরস্কে এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ৫২ হাজার ৮৬০ জন মারা গেছেন। আনাদোলু বলছে, দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ মানুষ এখন পর্যন্ত করোনা টিকার কমপক্ষে একটি ডোজ গ্রহণ করেছেন।

টিএম