তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

নারীদেরকে সমাজের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। সোমবার (৬ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদকে নারীদের ব্যাপারে তাদের দলের অবস্থানের কথা জিজ্ঞাসা করা হলে তিনি এই মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নারী অধিকারের বিষয়ে ইতোপূর্বে বিভিন্ন বক্তব্য ও বিবৃতিতে বলা কথাগুলোই সোমবারের সংবাদ সম্মেলনে আবারও বলেন জাবিহুল্লাহ মুজাহিদ। আর তা হচ্ছে, শরীয়া আইন বা ইসলামিক আইন অনুযায়ী নারীদের অধিকার রক্ষা করা হবে।

কিন্তু নারীদের অধিকার ঠিক কতটা রক্ষা করা হবে বা বাস্তবায়ন করা হবে; সোমবারও সেটি খোলসা করেননি তালেবানের মুখপাত্র। তার ভাষায়, ‘নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ।’

তবে বিবিসি-সহ অন্যান্য সংবাদমাধ্যমগুলো বলছে, নারী অধিকারকে সম্মান করার ব্যাপারে তালেবানের এই দাবি সত্ত্বেও দেশটিতে নারীদের ওপর দমন-পীড়নের খবর পাওয়া যাচ্ছে। রোববার এক প্রত্যক্ষদর্শী বিবিসি জানিয়েছেন, আফগানিস্তানের প্রাদেশিক এক শহরে এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তালেবান যোদ্ধারা।

শিগগিরই প্রকাশ্যে আসবেন তালেবানের শীর্ষ নেতা
এদিকে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এখনও জীবিত আছেন এবং খুব শিগগিরই প্রকাশ্যে মানুষের সামনে আসবেন বলে জানিয়েছেন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তালেবানের হাতে কাবুলের পতনের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও আখুন্দাজাদা এখনও প্রকাশ্যে না আসায় তার প্রকৃত অবস্থান বা জীবিত থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরই সোমবার তিনি ওই মন্তব্য করেন। ২০১৬ সালের মে মাসে তালেবানের শীর্ষ নেতার পদে আসেন আখুন্দজাদা।

বিবিসি জানিয়েছে, হাইবাতুল্লাহ আখুন্দজাদার বয়স ষাটের ঘরে এবং জীবনের বেশিরভাগ সময়ই তিনি আফগানিস্তানে কাটিয়েছেন বলে মনে করা হয়। তালেবানের শীর্ষ নেতা হিসেবে তিনি গোষ্ঠীটির রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় ইস্যুর প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন।

টিএম