অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণের শিকার হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ২০ বছর। দেশটির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধারকর্মীদের ব্যাপক চেষ্টা সত্ত্বেও ওই ব্যক্তিকে বাঁচানো যায়নি।

স্থানীয় সময় রোববার ১১ টার দিকে অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির অদূরে কফস হারবার সংলগ্ন এমারেল্ড সৈকতে এই ঘটনা ঘটেছে।

নিউ সাউথ ওয়েলসের অ্যাম্বুলেন্স উপপরিদর্শক ক্রিস উইলসন এ সম্পর্কে বলেন, ‘হাঙ্গর ওই ব্যক্তিকে আক্রমণ করার প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যরা অসীম সহসিকতার সঙ্গে লড়াই করে তাকে উদ্ধার করেছিল। প্রাথমিক স্বাস্থ্যসেবাও দেওয়া হয়েছিল তাকে; কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে বাঁচাতে পারিনি।’

আক্রমণের শিকার ওই ব্যক্তির বাহু গুরুতরভাবে জখম হয়েছিল উল্লেখ করে ক্রিস উইলসন বলেন, উদ্ধার করার সময় অজ্ঞান অবস্থায় ছিলেন তিনি।

ঘটনার পর থেকে কফ হারবার লাইফগার্ড কর্তৃপক্ষ এমারেল্ড সৈকত এলাকায় সমুদ্রস্নান ও সাফিংয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। এক ফেসবুক পোস্টে এ সম্পর্কে লাইফগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যিনি মারা গেছেন, তার পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি এবং সর্বসাধারণকে অনুরোধ করছি, আপাতত এই সৈকতে সমুদ্রস্নান ও সার্ফিং থেকে বিরত থাকবেন।’

চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার হাঙ্গরের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটল। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় মোট ২৬ জন হাঙ্গরের আক্রমণের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে মারা গিয়েছিলেন ৮ জন।

সূত্র : এএফপি

এসএমডব্লিউ