হ্যারিকেন আইদার তোড়ে গাছে উঠল গরু, ভিডিও ভাইরাল
হ্যারিকেন আইদার দাপটে লন্ডভন্ড হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা। দিন কয়েক আগে দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে আছড়ে পড়েছিল হ্যারিকেনটি। নিউইয়র্কের আগে লুইজিয়ানার মানুষ দেখেছে আইদার তাণ্ডব।
আইদার কারণে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপদে পড়েছে দুর্যোগপীড়িত এলাকার গবাদি পশুও। হ্যারিকেনের কারণে সৃষ্ট বন্যায় গাছের ডালে আটকে যাওয়া একটি গরুকে উদ্ধারের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে অনলাইন প্লাটফর্মে।
বিজ্ঞাপন
হ্যারিকেন আইদার কারণে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যসহ আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। বিদ্যুৎসহ জরুরি সেবাও ব্যাহত হয়। এর মধ্যেই উদ্ধারকাজ চালাতে এসে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা দেখেন গাছের ওপর আটকে রয়েছে একটি গরু। পরে সেখানে যান উদ্ধারকর্মীরা। দু’টি ডালের মধ্যে আটকে পড়া গরুটি সেসময় নড়াচড়া করতে পারছিল না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-সহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে আটকেপড়া গরুকে উদ্ধারের সেই ভিডিও তুলে ধরা হয়েছে। এরপরই তা ভাইরাল হয় নেটমাধ্যমে। গরুটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
— St. Bernard Parish (@StBGov) September 1, 2021
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, গাছের ডালে আটকে পড়া ওই গরুকে উদ্ধার করতে লুইজিয়ানার সেন্ট বার্নার্ড প্যারিশের কর্মীরা ডাল কাটছেন। এই উদ্ধার কাজ চালানোর সময়ও সেখানে কোমর পর্যন্ত উচু পানি দেখা যায়।
এদিকে অতিবৃষ্টি ও হ্যারিকেন আইদার প্রভাবে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৬ জনে দাঁড়িয়েছে। কেবল নিউ জার্সিতেই মারা গেছে অন্তত ২৩ জন। এছাড়া নিউইয়র্ক, পেনসিলভ্যানিয়াতেও অনেক লোক প্রাণ হারিয়েছে।
আইদায় বিধ্বস্ত ওই তিন রাজ্য থেকে ভয়াবহ কিছু দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অবিরাম বৃষ্টিপাত এবং তুমুল ঝড়ের জেরে লণ্ডভণ্ড জনজীবন। রাস্তাঘাটে যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে। কিন্তু বৃহস্পতিবার থেকে স্টেশনগুলোতেও পানি ঢুকতে শুরু করে।
পরিস্থিতি বিবেচনায় নিউইয়র্কে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। পরে নিউ জার্সির ২১টি কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করেন অঙ্গরাজ্যটির গভর্নর ফিল মারফি।
সূত্র: সিএনএন, ফক্স৫৯
টিএম