বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুড়ে যাওয়া ট্রাক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিদ্রোহীদের হামলায় পাঁচ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে রাজ্যটির দিমা হাসাও জেলার দিয়ুংব্রা এলাকার কাছে হাইওয়েতে কয়েকটি ট্রাকে বিদ্রোহীরা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।

স্থানীয় বিচ্ছিন্নতাবাদী ও বিদ্রোহী গোষ্ঠী ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র সদস্যরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আসামের দিমা হাসাও জেলার দিয়ুংব্রা এলাকার কাছে হাইওয়েতে কয়লা ও অন্যান্য পণ্যবোঝাই ৬টি ট্রাকে হামলা চালায় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা। হামলায় পাঁচটি ট্রাকের চালক নিহত হন। ডিএনএলএ’র সদস্যরাই এই হামলা চালিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

ডিমা হাসাও জেলার পুলিশ সুপার জয়ন্ত সিং বলছেন, সন্ত্রাসীদের হামলার পর ঘটনাস্থল থেকে আগুনে পোড়া পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহতরা সকলেই ট্রাকের চালক। গোয়েন্দা রিপোর্ট অনুসারে, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি এই হামলার পেছনে রয়েছে।

পুলিশের দাবি, কয়লা ও ছাইবোঝাই এই ট্রাকগুলো উমরাংসো থেকে লঙ্কার দিকে যাচ্ছিল। সেই সময়ই সন্দজেহভাজন সন্ত্রাসীরা প্রথমে বেশ কয়েকটি ট্রাককে দাঁড় করায়। তারপর সেগুলোতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া পরিস্থিতি বুঝতে পেরে তিনটি ট্রাক হামলাকারীদের কবল থেকে পালিয়ে যায়। ফলে ওই ট্রাকগুলোর চালক ও সহকারীরা নিরাপদে রয়েছেন। অভিযুক্তদের খুঁজতে পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, স্বাধীন ও সার্বভৌম ডিমাসা রাষ্ট্রের দাবিতে ২০১৯ সাল থেকে আন্দোলন চালাচ্ছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি। বহ্মপুত্র নদের উপত্যকার প্রাচীন জনগোষ্ঠী বলেই পরিচিত এই ডিমাসারা। বর্তমানে দিমা হাসাও, কারবি, তাছাড়, নওগাঁও ও নাগাল্যান্ডের কয়েকটি অংশে বসবাস রয়েছে তাদের।

টিএম