করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ধরনের প্রকোপ এবং টিকাদানে ধীরগতির মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে সর্বোচ্চ মৃত্যু দেখেছে রাশিয়া। বৃহস্পতিবার মারা গেছেন ৮২০ জন। এছাড়া নতুন করে ১৯ হাজার ৬৩০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। 

করোনা সংক্রমিত মানুষের সংখ্যার বিচারে মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। গত জুনের মাঝামাঝি থেকে অতিসংক্রামক ডেল্টা ধরনের প্রকোপে দেশটিতে কোভিড সংক্রমণের নতুন ঢেউ শুরু হয়েছে।

যদিও এখন রাশিয়ায় দৈনিক আক্রান্ত কমতির দিকে কিন্তু চলতি আগস্টেই বেশ কয়েকদিন দৈনিক মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে। নতুন করে রেকর্ড মৃত্যুর পর রাশিয়ায় কোভিডে মোট প্রাণহানি এখন ১ লাখ ৭৯ হাজার ২৪৩; যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।  

তবে সরকারি এই হিসাব করা হয়েছে শুধু মৃত্যুর পর ময়নাতদন্তে যাদের মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। দেশটির পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট বলছে, গত জুনের মধ্যেই রাশিয়ায় কোভিডে প্রাণহানির সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।   

এই পরিস্থিতির মধ্যে দেশটিতে টিকা নিতে অনাগ্রহী মানুষদের নিয়েও নতুন সংকট দেখা দিয়েছে। জরিপে দেখা যাচ্ছে, বেশিরভাগ রুশ নাগরিক টিকা নিতে চান না। এ কারণে রাশিয়ায় করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র মস্কোসহ কিছু অঞ্চলে টিকা বাধ্যতামূলক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার পর্যন্ত হিসাব অনুযায়ী রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র সাড়ে তিন কোটি পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর রাশিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ লাখের বেশি মানুষ।

এএস