যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারির পর তালেবান বলল দেশ ছাড়তে পারবেন আফগানরা
নাগরিকদের আফগানিস্তানে অবস্থান করে দেশ গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তালেবান বলেছে, কারও যদি যথাযথ নথিপত্র থাকে, তাহলে তাদের দেশ ছেড়ে যাওয়ার পথে দাঁড়াবে না তালেবান। সশস্ত্র ইসলামি এই গোষ্ঠীর একজন মুখপাত্র সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, ৩১ আগস্টের মধ্যে বিদেশি সৈন্য চলে যাওয়ার সময়সীমা শেষ হওয়ার পরও আফগান নাগরিকরা বাণিজ্যিক ফ্লাইটে দেশ ত্যাগ করতে পারবেন।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, যদি তাদের পাসপোর্ট যথাযথভাবে ইস্যু করা থাকে, তাহলে আমরা তাদের পথে বাধা সৃষ্টি করছি না। তারা যে কোনও সময় বাণিজ্যিক ফ্লাইটে করে যেতে পারেন।
কিন্তু আগামী ৩১ আগস্টের পর কোনও বিদেশি সৈন্য আফগানিস্তানে অবস্থান করলে তার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের এই মুখপাত্র। কিন্তু কী ধরনের পরিণতির কথা বলছেন, সেবিষয়ে বিস্তারিত জানাননি সুহাইল শাহিন। তিনি বলেছেন, এ ব্যাপারে তালেবানের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।
এদিকে, কাবুল বিমানবন্দরের তীব্র বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির কারণে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের সময়সীমা আগামী ৩১ আগস্টের পর বাড়ানো হবে কি-না সেবিষয়ে মঙ্গলবার বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ এর ভার্চুয়াল বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
প্রায় তিন মাস ধরে একের পর এক প্রদেশ দখলে নেওয়ার পর তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। তালেবানের অভিযানের মুখে ওই দিন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যাওয়ায় দেশটির সরকারের পতন হয়।
তালেবানের শাসনে প্রাণনাশের শঙ্কায় হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের সৈন্য, দূতাবাস কর্মী এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে।
এসএস