স্পেনের ক্যানারি দ্বীপের কাছে আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে অন্তত ৫২ জন মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশী ৫৩ জনকে বহনকারী নৌকা থেকে ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বাকি সবাই মারা গেছেন।

একটি বাণিজ্যিক জাহাজ ক্যানারি দ্বীপের দক্ষিণে নৌকাটি ডুবতে দেখে স্পেনের ইমার্জেন্সি সার্ভিসকে সংবাদ দেয়। নাম প্রকাশ না করার শর্তে একজন উদ্ধারকারী বলেন, ওই নারী ডুবন্ত নৌকার একটা অংশ ধরে ছিলেন। তার পাশেই মৃত এক পুরুষ ও এক নারীকে পাওয়া যায়। 

উদ্ধার হওয়া ওই নারী বলেছেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় আবহাওয়া খারাপ ছিল। পশ্চিম সাহারা উপকূল থেকে ছেড়ে আসা নৌকার বেশিরভাগ যাত্রী আইভরি কোস্টের ছিলেন।

আফ্রিকার পশ্চিম উপকূল নিকেটে স্পেনের ক্যানারি দ্বীপ এলাকায় অভিবাসী ও শরণার্থীদের মৃত্যু সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা কঠিন হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিবাসী ও শরণার্থীদের মৃরদেহ পাওয়া যায় না।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০২১ সালে প্রথম ছয় মাসে এই রুটে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। 

সূত্র : আল জাজিরা 

ওএফ