কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। করোনাভাইরাস তার ফুসফুস ঝাঁঝরা করে দিয়েছিল। চিকিৎসকরা তাকে ৬২ দিন রেখেছিলেন একমো (এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন) সাপোর্টে।

সম্প্রতি ওই ব্যক্তি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। ‘দ্বিতীয় জীবন’ পেয়ে নিজের খুশি গোপন করেননি তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে। তিনিই ভারতে প্রথম ব্যক্তি, যিনি ফুসফুস প্রতিস্থাপন ছাড়া সবচেয়ে বেশি দিন একমো সহায়তায় বেঁচে ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুদধিজা। কোভিডে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুস পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। প্রাণ বাঁচাতে চেন্নাইয়ের রেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে একমো সাপোর্ট দেওয়া শুরু করেন।

সেই সময় প্রতি মিনিটে ১০ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছিল তাকে। ভর্তি হওয়ার চার সপ্তাহ পর তার ফুসফুস প্রতিস্থাপনের দিন স্থির করা হয়। ইতোমধ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ চিকিৎসকদের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। কিন্তু চিকিৎসকরা আশা ছাড়েননি। পেশায় ব্যবসায়ী মুদধিজাও মনের জোর হারাননি। প্রতিস্থাপন ছাড়াই তাকে সুস্থ করে তোলেন চিকিৎসকরা।

সব মিলিয়ে ১০৯ দিন পর চেন্নাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে এখনও হুইলচেয়ার ছাড়তে পারেননি মুদধিজা। তার ভাষায়, ‘দ্বিতীয় জীবন পেলাম। চিকিৎসকরা যা করতে বলেছিলেন, তাই করেছি। সৃষ্টিকর্তার হাতে আমার সকল চেষ্টা আমি অর্পণ করেছিলাম।’

চিকিৎসকরাও জানিয়েছেন, মুদধিজা প্রবল ইচ্ছা এবং মানসিক শক্তির পরিচয় দিয়েছেন। এছাড়া মুদধিজা সুস্থ হয়ে ওঠায় খুশি তার মেয়ে এবং স্ত্রী।

টিএম