কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিন পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে তালেবান। সেখানে দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‌‘আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার হবে না।’

আফগানিস্তান আল-কায়েদা যোদ্ধাদের আশ্রয়স্থল হয়ে ওঠার ঝুঁকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মুজাহিদ এই উত্তর দেওয়ার পর তিনি এ ব্যাপারে তালেবানের কঠোর অবস্থান তুলে ধরে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি।’

তালেবান নিয়ন্ত্রিত এলাকায় অপহরণ ও হত্যার ঘটনার খবর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তালেবান মুখপাত্র বলেন, ‘সারা দেশে পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে। কেউ কাউকে অপহরণ করতে পারবে না। প্রতিদিন আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করব।’

তিনি বলেন, ‘আমরা চাই না কেউ দেশ ছেড়ে যাক। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কোন ধরনের শত্রুতা বা প্রতিশোধ নেওয়া হবে না। যারা এদেশে বড় হয়ে উঠেছেন তারা এদেশেরই সন্তান। আমরা চাই না তারা চলে যাক। তারা আমাদের সম্পদ।’

যারা বিদেশিদের জন্য অনুবাদকের কাজ করেছে বা বিদেশিদের সাথে চুক্তিতে কাজ করেছে তাদের প্রতি তালেবানের ভবিষ্যত আচরণের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তালেবানের মুখপাত্র মুজাহিদ বলেন, ‘কারো প্রতি প্রতিশোধ নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘কেউ কারো বাসার দরজায় টোকা মেরে জিজ্ঞেস করবে না ‘আপনি কাদের সাথে কাজ করতেন?’ তিনি এ আশ্বাস দিয়েছেন, তারা সবাই নিরাপদ থাকবে। কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না, কাউকে কোনো রকম হয়রানি করা হবে না।’

আরও পড়ুন

আমরা শত্রু চাই না: প্রথম সংবাদ সম্মেলনে তালেবান

শরিয়া অনুযায়ী অধিকার পাবেন নারীরা: তালেবান

সবাইকে ক্ষমা, কাউকে জিজ্ঞাসাবাদ নয়: তালেবান

এএস/জেএস