মার্কিন বিমান বাহিনীর সি-১৭ বিমানের ভেতরে গাদাগাদি করে বসে আছে নারী, শিশুসহ শত শত আফগান নাগরিক। গত রোববারের ছবি

রাজধানী কাবুলসহ পুরো আফগানিস্তানই এখন সশস্ত্র গোষ্ঠী তালেবানের দখলে। সরকার গঠন করে দেশের শাসনভার হাতে নেওয়াটাও এখন সময়ের ব্যাপার। তবে তালেবান শাসনের ভয় আর আতঙ্কে নাগরিকদের আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। আতঙ্কিত মানুষ যেকোনো মূল্যে চাইছেন আফগান ভূখণ্ডের বাইরে যেতে।

আর আফগান নাগরিকদের দেশ ছাড়ার তেমনই একটি করুণ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে। এতে সৃষ্টি হয়েছে আলোড়নের।

মঙ্গলবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের একটি বিমান কাবুল ত্যাগ করে। সোমবার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিমানটির ভেতরে গাদাগাদি করে বসে রয়েছেন নারী, শিশু ও পুরুষসহ শত শত আফগান নাগরিক।

ডিফেন্স ওয়ান ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের ওই বিমানে প্রায় ৬৪০ জন অবস্থান করছিলেন। যা বিমানটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে ছবিটি হাতে পায় ডিফেন্স ওয়ান।

বিবিসি জানিয়েছে, বিমানটিতে অবস্থান নেওয়া শত শত আফগান নাগরিকের দেশ ছাড়ার ব্যাপারে অনুমতিপত্র ছিল। তারা বিমানের অর্ধ-খোলা দরজা নিয়ে ভেতরে ঢুকতে সমর্থ হন। তবে হুড়োহুড়ি করে ধারণক্ষমতা বেশি মানুষ বিমানে উঠে পড়লেও তাদেরকে জোর করে নামিয়ে দেওয়ার পরিবর্তে উড্ডয়নের সিদ্ধান্ত নেন ক্রুরা।

রোববারের পর সোমবারও কাবুল বিমানবন্দরে এই বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান ছিল। দেশ ছাড়ার হিড়িকে হাজার হাজার মানুষ বিমানবন্দরে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন বাহিনী গুলিবর্ষণ করে। এতে দু’জন আফগান নিহত হন। মার্কিন বাহিনীর দাবি, নিহত ওই দুই আফগান নাগরিকের কাছে অস্ত্র ছিল।

টিএম