কাবুল দূতাবাসের সব কর্মীকে ফিরিয়ে আনছে ভারত
কাবুলে নিজেদের দূতাবাসের সব কর্মীকে সরিয়ে নিয়েছে ভারত। একটি বিশেষ বিমানে তাদের ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট করে এ তথ্য দিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাবুলে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত ও দূতাবাসের সকল ভারতীয় কর্মীকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই থেকেই দেশটির বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে তালেবানরা। রোববার সন্ধ্যায় কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্যে দিয়ে পুরো আফগানিস্তান নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবানরা। এরমধ্যে দিয়েই গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কটে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। রোববারই ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রেসিডেন্টের কার্যালয়ে অস্ত্রধারী তালেবানদের ঢুকে পড়তে দেখা যায়।
এছাড়া সোমবার কাবুল বিমানবন্দরের মর্মান্তিক কয়েকটি ভিডিও ফেসবুক-টুইটারে ভাইরাল হয়। ভিডিওগুলোতে দেখা যায় বিমানে ওঠার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরে ভিড় করে আছেন। বিমানের চাকা ধরে কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টা করেছেন বলেও খবর এসেছে।
উড়ন্ত বিমান থেকে পড়ে তিনজনের মৃত্যুর একটি ঘটনাও নজর কেড়েছে বহু মানুষের।
এদিকে দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের জন্য ইলেক্ট্রনিক ভিসায় নতুন একটি ক্যাটাগরি যুক্ত করেছে ভারত।
সূত্র : এনডিটিভি
এনএফ