ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার সশস্ত্রগোষ্ঠী হামাস আফগানিস্তানে সশস্ত্রগোষ্ঠী তালেবানের রাষ্ট্রক্ষমতায় আরোহণ ও দেশটিতে মার্কিন সেনাদের বিগত দুই দশকের আগ্রাসনের অবসানের জন্য তালেবানকে অভিনন্দন জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে হামাস ‌‘সমস্ত আফগান ভূখণ্ডে আমেরিকান দখলদারিত্বের পরাজয়কে’ স্বাগত জানিয়ে ‘গত ২০ বছর ধরে দীর্ঘ এক সংগ্রামের চূড়ান্ত পরিণতি হিসেবে তালেবানের এমন বিজয়ে তালেবানদের সাহসী নেতৃত্বের’ প্রশংসা করেছে। 

হামাস আফগানিস্তানের জনগণের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেছে, আমেরিকান সৈন্যদের উৎখাত প্রমাণ করে ‘জনগণের প্রতিরোধ, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের সংগ্রামী ফিলিস্তিনি জনগণের, সব সময় বিজয়ের দিকেই ধাবিত হয়।’

উল্লেখ্য, সশস্ত্রগোষ্ঠী তালেবান মাত্র ১০ দিনের ব্যবধানে আফগানিস্তান দখল করেছে। রোববার তারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়। মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারে ৩১ আগস্টের সময়সীমার দুই সপ্তাহেরও বেশি আগে তালেবান দেশ দখল করেছে।

দেশ ছেড়ে পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনারা তাদের নিজ নিজ দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে নিতে ব্যস্ত। গতকাল রোববার পুরোটা সময়জুড়ে এই বিষয়গুলোই ছিল সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে।

ইসরায়েলের অস্তিত্বের বিরোধী হামাস ফিলিস্তিনে নির্বাচনে জয়ী হওয়ার এক বছর পর ২০০৭ সালে গাজা উপত্যকা দখলের পর গাজা শাসন করে আসছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এএস