আফগান শরণার্থীদের জন্য ক্যাম্প খুলছে ইরান
তালেবান অভিযানের প্রেক্ষিতে দেশটি থেকে পালিয়ে ইরানে আশ্রয় নেওয়া আফগানদের আশ্রয় দিতে অস্থায়ী শরণার্থী ক্যাম্প খুলছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনার বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেইন কাশেমি ইরনাকে এ প্রসঙ্গে বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংলগ্ন ইরানের তিনটি প্রদেশে ক্যাম্প খোলা হয়েছে। আফগান শরণার্থীরা সেই ক্যাম্পগুলোতে থাকতে পারবেন।’
বিজ্ঞাপন
‘তবে আমরা আশা করছি, আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি হলে এই শরণার্থীরা তাদের নিজ দেশে ফেরত যাবেন।’
ঐতিহাসিকভাবেই ইরানের সঙ্গে আফগানিস্তানের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ আছে। বহুসংখ্যক আফগান প্রবাসী ইরানের তেলক্ষেত্রসহ অন্যান্য অর্থনৈতিক খাতে কাজ করতেন।
তবে বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে কাজ হারিয়ে নিজ দেশে ফিরে গেছেন অনেক আফগান প্রবাসী।
সম্প্রতি আফগানিস্তানে তালেবান অভিযান ও সরকারি বাহিনী ও তালেবান সদস্যদের মধ্যকার সংঘাতে বাড়ি-ঘর-সহায়-সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন আফগানিস্তানের বহু নাগরিক। জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে যে যেদিকে পারছেন, ছুটে পালাচ্ছেন।
ইতোমধ্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তালেবানগোষ্ঠী প্রত্যাশা করছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতায় আরোহন করবে।
সূত্র : আল জাজিরা
এসএমডব্লিউ