ফাইজারের ৫০ মিলিয়ন টিকা কিনতে চায় ভারত
মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেক উদ্ভাবিত কোভিড টিকার ৫০ মিলিয়ন ডোজ কেনার জন্য ভারত আলোচনা চালাচ্ছে। ঘটনা সম্পর্কে অবহিত মানুষজনের বরাত দিয়ে আজ বুধবার মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে।
রয়টার্স বিষয়টি সম্পর্কে জানতে ফাইজার কর্তৃপক্ষ এবং ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের যোগাযোগ করে। তবে কারো কাছ থেকেই কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া ভারতে ব্যবহারের জন্য ওষুধ সংস্থাটি এখনো আবেদনও করেনি।
বিজ্ঞাপন
বিশ্বের ফার্মেসি হিসেবে পরিচিত ভারত জানুয়ারির শুরুতে টিকা দেওয়া শুরু করে। গত এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে মূলত অক্সফোর্ড উদ্ভাবিত সেরামের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা দিচ্ছে।
এছাড়া কোভিড টিকার উদ্ভাবক আরেক মার্কিন কোম্পানি জনসনের সঙ্গে ভারত আলোচনা অনেকদূর এগিয়েছে। রয়টার্স বলছে, আলোচনা অনুযায়ী ভারতে বায়োলোজিক্যাল-ই আগামী মাস থেকে জনসনের ৬০০ মিলিয়ন ডোজ উৎপাদন শুরু করবে।
গত ৭ আগস্ট জনসনের এক ডোজের টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয় ভারত। ভারতে এখন পর্যন্ত পাঁচটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হল। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, জনসন ছাড়া বাকি দুটি হলো স্পুটনিক-৫ ও মডার্না।
এএস