মুসলিম বিশ্বকে মহররম ও হিজরি নববর্ষের শুভেচ্ছা বাইডেনের
বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে পবিত্র মহররম ও নতুন হিজরি সালের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। ৯ আগস্ট এক টুইটে এই শুভেচ্ছাবার্তা দেন তিনি।
টুইটে জো বাইডেন বলেন, ‘ইসলামী নববর্ষ ও পবিত্র মহররম মাস উপলক্ষে জিল এবং আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। মহররম মাসে যে ঐতিহাসিক আত্মদানের ঘটনা ঘটেছিল তা স্মরণের পাশাপাশি ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বৈশ্বিক মূল্যবোধসমূহের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের (মুসলিম বিশ্ব) সঙ্গে যুক্ত হতে চাই।’
বিজ্ঞাপন
— President Biden (@POTUS) August 9, 2021
এর আগে চলতি বছর পহেলা বৈশাখেও বাঙ্গালীদের শুভেচ্ছা জানিয়েছিলেন জিল এবং জো বাইডেন।
আরবি মাস মহররমের ১ তারিখ থেকে ইসলামী হিজরি সালের দিন গণনা শুরু হয়। সেই অনুজায়ী চলতি ১ মহররমে হিজরি ১৪৪৩ সাল শুরু হওয়ার কথা।
বর্তমানে যে আরবি সাল গণনা হয়, তার শুরু হয়েছিল ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সঃ) মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে।
দিন ও মাস গণনার জন্য বিশ্বে দু’টি পদ্ধতি স্বীকৃত – সৌর পদ্ধতি ও চান্দ্র পদ্ধতি। ইংরেজি ও বাংলা দিন-মাস-বছরের হিসেব রাখা হয় সূর্যের গতিপথের হিসেবে, এ কারণে এই দুই সংস্কৃতির দিন পঞ্জিকাকে (ক্যালেন্ডার) বলা হয় সৌরভিত্তিক ক্যালেন্ডার।
অন্যদিকে আরবি দিন-মাস-বছর গণনা করা হয় চাঁদের গতিপথের হিসেবে। এ কারণে আরবি বা ইসলামী কোনো উপলক্ষ্য উদযাপনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সময়ের কিছু তারতম্য দেখা যায়।
এ কারণে, চান্দ্র হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে সোমবার মহররম শুরু হলেও বাংলাদেশসহ অন্যান্য অনেক অঞ্চলে মহররম শুরু হবে আজ অথবা কাল থেকে।
এসএমডব্লিউ