গাজায় ফের বোমা হামলা করেছে ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বোমা হামলা করেছে ইসরায়েল। গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া বেলুন হামলার জবাবে গাজায় পাল্টা বোমা হামলা করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
হামলায় ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা গাজার শাসকগোষ্ঠী হামাসের রকেট উৎক্ষেপণ কেন্দ্রে এবং হামাসের অধীনে থাকা একটি ভবন লক্ষ্য করে বোমা হামলা করেছে।
বিজ্ঞাপন
হামাসও তাৎক্ষণিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি। নিউজ প্রেস পাবলিকেশনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা হামলার পর গাজার বিভিন্ন অংশ থেকে আলোর ঝলকানি দেখা গেছে।
গাজার ফিলিস্তিনিরা বিক্ষিপ্তভাবে সীমান্তে অগ্নিসংযোগ সামগ্রী সম্বলিত বেলুন ছুড়েছে, যার ফলে ইসরায়েলের ক্ষেত পুড়ে গেছে। এরপর এর জবাব দিতে ইসরায়েল গাজায় যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা করলো বলে এক প্রতিবেদনে জানাচ্ছে আল-জাজিরা।
গত মে মাসে গাজায় ইসরাইলের বোমাবর্ষণের সময় নতুন নিষেধাজ্ঞা জারি করার পর ফিলিস্তিন থেকে বিচ্ছিন্ন গাজা উপত্যকার মানুষ ইসরায়েলের অবরোধ কঠোর করার প্রতিক্রিয়ায় ইসরায়েলে অগ্নিসংযোগ সামগ্রী সম্বলিত বেলুন আগেও ছুড়েছে।
তবে ইসরায়েল গাজার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার পর বেলুন উৎক্ষেপণ বেশিরভাগ ক্ষেত্রে হ্রাস পেলেও শুক্রবার গাজা থেকে আবার বেলুন ছোড়া হয়, এতে ইসরায়েল-গাজা সীমান্তের কাছাকাছি এলাকায় কমপক্ষে চারটি স্থানে আগুন লাগে।
গত মে মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে ১১ দিনের যুদ্ধ চলে। ওই যুদ্ধে অন্তত অর্ধশত শিশুসহ গাজায় আড়াই শতাধিক মানুষ নিহত হন। ইসরায়েলেও শিশুসহ নিহত হন অন্তত ১৩ জন। এরপর মিসরের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতি করতে সম্মত হয়।
এএস