ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারোর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে দেশটিতে। এর মধ্যেই সুপ্রিম কোর্টের এক বিচারককে গালাগাল করে ফের আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি।

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পরিবর্তে ব্যালট বাক্স ব্যবহারের যে অধ্যাদেশ ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জারি করেছিলেন; সম্প্রতি তা সুপ্রিম কোর্ট খতিয়ে দেখার নির্দেশ দেওয়ায় দেশটির সর্বোচ্চ আদলতের এক বিচারককে অশ্লীল ভাষায় গালাগাল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক লাইভ অনুষ্ঠানে দেশের দক্ষিণাঞ্চলের সমর্থকদের সঙ্গে মত বিনিময় করছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সে সময় কথা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারক রবের্তো বারোসোকে ‘বেশ্যার ছেলে’ (সন অব হোর) বলে গালি দেন তিনি।

মুহূর্তের মধ্যেই ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমসমূহে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। অল্প সময়ের মধ্যে বলসোনারো তা মুছেও দেন, কিন্তু ইতোমধ্যে অনেকের হাতেই পৌঁছে যাওয়ায় এখনও সেই ভিডিওটি দেখছে ব্রাজিলের জনগণ।

গত সপ্তাহে একটি অধ্যাদেশ জারি করেছিলেন বলসোনারো। সেই অধ্যাদেশ অনুযায়ী, আগামী বছর ব্রাজিলের জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে ব্যালট কাগজ ও ব্যালট বাক্স ব্যাবহার করা হবে।

অধ্যাদেশের পক্ষে যুক্তি হিসেবে বলসোনারো বলেছিলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট জালিয়াতির সুযোগ থাকে এবং তিনি চাইছেন আগামী বছর আসন্ন জাতীয় নির্বাচনে যেন কোনো প্রকার কারচুপি না হয়।

যদিও, আগামী জাতীয় নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না , সে বিষয়ক আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেননি তিনি।   

রবের্তো বারোসো সুপ্রিম কোর্টের অন্যতম বিচারকের পাশাপাশি ব্রাজিলের নির্বাচনী আদালতেরও প্রধান বিচারকের দায়িত্বে আছেন।

গত বৃহস্পতিবারে ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেস ও উচ্চকক্ষ সিনেটে উল্লেকযোগ্য সংখ্যক আইনপ্রণেতা এই অধ্যাদেশের বিপক্ষে ভোট দেন।

এই পরিস্থিতিতে শুক্রবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের অন্যতম বিচারক ও দেশটির নির্বাচনী আদালতের প্রধান বিচারক রবের্তো বারোসো এই অধ্যাদেশের বৈধতা এবং নির্বাচনে কারচুপির সম্ভাবনার যে যুক্তি হাজির তার ভিত্তি রয়েছে কি না- খতিয়ে দেখার নির্দেশ দেন।

ওইদিন সন্ধ্যায়ই ফেসবুক লাইভে রবার্তো বারোসোকে গালাগাল করলেন জইর বলসোনারো।

এদিকে, শনিবার এক বার্তায় রবের্তো বারোসো এ প্রসঙ্গে বলেন, ‘আমার আদেশের ফলাফল যদি এই হয়, তাহলে এটা মোটমুটি নিশ্চিত যে আমি সঠিক পদক্ষেপ নিয়েছি।’

এদিকে, বলসোনারোর সাম্প্রতিক এই আচরণের কঠোর নিন্দা জানিয়েছেন ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট রডরিগো পাচেকো।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোকে তিনি বলেছেন, ‘যে কোনো প্রকার হুমকি ও অভব্য আচরণ, তা যতই মৃদু হোক না কেন- গণতান্ত্রিকভাবে সমর্থনযোগ্য নয়।’

সূত্র : রয়টার্স

এসএমডব্লিউ