দাম বাড়তে পারে পেঁয়াজের, আগাম ব্যবস্থা নিচ্ছে ভারত
আগামী দিনে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার বিপুল পরিমাণ পেঁঁয়াজ মজুতের পরিকল্পনা করছে। পেঁয়াজের খরা মৌসুমে দাম যাতে হু হু করে না বাড়ে তাই এমন পরিকল্পনা। বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হচ্ছে, পেঁঁয়াজের খরা মৌসুমে দাম অত্যধিক বাড়ে। এতে করে সাধারণ মানুষজন সমস্যায় পড়েন। তাই এবার আগাম পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। ওই পরিকল্পনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁঁয়াজ মজুত করা হচ্ছে।
বিজ্ঞাপন
অতীতে দেখা গেছে, সেপ্টেম্বর মাস নাগাদ আচমকা পেঁঁয়াজের দাম বাড়তে শুরু করে। মূলত তিন মাস পেঁঁয়াজ চাষ হয় না। শীতের পর থেকে আবার পেঁঁয়াজ চাষ শুরু হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীদের একাংশ যোগান কম থাকার কথা বলে দাম বাড়িয়ে দেয়।
সরকারি তথ্য অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৫ দশমিক ১৩৭ মেট্রিক টন পেঁঁয়াজ মজুত করেছিল সরকার। এর পর ২০২০-২১ সালে সেই পরিমাণ বাড়িয়ে ১ লাখ মেট্রিক টন করা হয়। চলতি অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে মজুত এক ধাক্কায় দ্বিগুণের পরিকল্পনা চলছে।
ভারতের সরকারি কর্মকর্তাদের মতে, সরকার সিদ্ধান্ত নিয়েছে পেঁঁয়াজের দাম যদি হঠাৎ বেড়ে যায় তবে যেখানে যেমন প্রয়োজন সেভাবে পেঁঁয়াজ বাজারে ছাড়া হবে। যোগান নেই বলে দাম বাড়িয়ে দেওয়া অসাধু ব্যবসায়ীদের ও দাম নিয়ন্ত্রণের জন্যই এটা করা হবে।
এএস