পাঞ্জাবে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত
ভারতের পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। দেশটির পাঞ্জাবের তর্ন তরন জেলার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটে বলে শনিবার (৩১ জুলাই) বিএসএফ জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সীমান্তে অবস্থিত কাঁটাতারের বেড়ার কাছে সন্দেহজনক চলাচলের বিষয়টি নজরে আসে বিএসএফের। বাহিনীর সদস্যরা অভিযুক্তদের থামতে বললেও অভিযুক্তরা তাতে কর্ণপাত করেনি।
বিজ্ঞাপন
পরে বাধ্য হয়ে গুলিবর্ষণ করলে ২ জন নিহত হয় বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে।
টিএম