সিএইচ-৫৩কে হেলিকপ্টার

ইসরায়েলের কাছে ১৮ টি সিএইচ-৫৩কে যুদ্ধ হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েলকে নিরাপত্তা বিষয়ক যাবতীয় সহযোগিতা প্রদানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ । পাশাপাশি যুক্তরাষ্ট্র মনে করে, মধ্যপ্রাচ্যের এই দেশটি যদি নিজেকে রক্ষার্থে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়, তাহলে তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র- উভয়ের জন্যই লাভজনক ও ইতিবাচক হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিক্রয় চুক্তি অনুযায়ী ১৮ টি সিএইচ-৫৩কে হেলিকপ্টার ও তার আনুষঙ্গিক সরঞ্জামের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৪০০ কোটি (৩ দশমিক ৪ বিলিয়ন) ডলার।

সিএইচ-৫৩কে হেভি লিফট হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধযানসমূহের একটি। এটি যুক্তরাষ্ট্রে বৃহত্তম ও দ্রুততম হেলিকপ্টার হিসেবেও স্বীকৃত।

এক একটি সিএইচ-৫৩কে হেভি লিফট হেলিকপ্টারের দৈর্ঘ্য ৩০ মিটার এবং ওজন ১৫ হাজার ৭০ কেজি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫২ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উড়তে সক্ষম এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩৫২ কিলোমিটার।

সূত্র : রয়টার্স

এসএমডব্লিউ