গত বুধবার ১২ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ আল-আলামিকে হত্যা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া এক ফিলিস্তিনিকে বৃহস্পতিবার মাথায় ও পেটে গুলি করে হত্যা করে ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ওই ফিলিস্তিনির নাম সাখাওয়াত খালিদ আওয়াদ। বৃহস্পতিবার (২৯ জুলাই) তাকে মাথায় ও পেটে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ওই কিশোরের জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতার মাঝে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের সময় ২০ বছর বয়সী ফিলিস্তিনি যুবক সাখাওয়াত খালিদ আওয়াদকে গুলি করে হত্যা করে দখলদার দেশটির সেনারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ‘ফিলিস্তিনের পশ্চিমতীরের বেইত ওমরে ২০ বছর বয়সী সাখাওয়াত খালিদ আওয়াদকে মাথায় ও পেটে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, বুধবার পশ্চিমতীরে ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে নিহত হন ১২ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ আল-আলামি। বৃহস্পতিবার তার শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিতদের অনেকেই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে থাকেন। এসময় বিক্ষোভরত ফিলিস্তিনিদের দিকে কাঁদানে গ্যাস, রাবারে মোড়ানো বুলেট ও বিকট শব্দ উৎপন্নকারী স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) জানিয়েছে, হেবরন শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত পশ্চিমতীরের শহর বেইত ওমরে  নিজের বাবার সঙ্গে গাড়িতে করে ভ্রমণের সময় গত বুধবার ১২ বছর বয়সী আলামিকে গুলি করে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার মাহমুদ আব্বাসের দল ফাতাহ’র পতাকায় তার মরদেহ ঢেকে বেইত ওমর শহরের রাস্তায় বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। পরে শহরেরই একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

বার্তাসংস্থা এএফপি’র এক সংবাদদাতা জানিয়েছেন, এই বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন সাখাওয়াত খালিদ আওয়াদ। পরে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের দিকে পাথর নিক্ষেপ করলে জবাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তারা।

টিএম