‘পেগাসাসের জন্য লাখো মানুষ শান্তিতে ঘুমায়’
পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হওয়ার পর এর নির্মাতা ইসরায়েলি কোম্পানি এনএসও বলছে, তাদের প্রযুক্তির কারণেই লাখো মানুষ শান্তিতে ঘুমাতে পারে।
ইসরায়েলের এই সাইবারসিকিউরিটি কোম্পানির তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে দেশে দেশে কর্তৃত্ববাদী সরকারগুলো নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ ওঠার পর শুরু হওয়া বিতর্কের মধ্যে এনএসও নিজেদের পক্ষে এমন সাফাই গাইলো।
বিজ্ঞাপন
শনিবার এনএসও গ্রুপের এক মুখপাত্র বলেছেন, বিশ্বজুড়ে যে লাখ লাখ মানুষ রাতে ভালোভাবে ঘুমাতে এবং রাস্তায় নিরাপদে চলতে পারছেন এজন্য তাদের পেগাসাস ও এ ধরনের প্রযুক্তির প্রতি ধন্যবাদ জানাতে হবে।’
তিনি আরও বলছেন, এসবের মাধ্যমেই তো বিশ্বজুড়ে গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ, সন্ত্রাস ও শিশু যৌন নিপীড়ক চক্রকে প্রতিরোধ ও তাদের বিষয়ে অনুসন্ধান করতে পারছে। এসব চক্র গোপনে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।’
কোম্পানিটি বলছে, ‘এনএসও বিশ্বের অন্য অনেক সাইবার গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে সরকারগুলোর জন্য সাইবার গোয়েন্দা সরঞ্জাম সরবরাহ করে। কারণ বিশ্বের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অন্ধকারে রয়েছে এবং এমন কোনও নিয়ন্ত্রণমূলক সমাধান নেই; যা তাদের তাত্ক্ষণিক বার্তাপ্রেরণ এবং সামাজিক মাধ্যমে ক্ষতিকর কর্মকাণ্ডের বিষয়ে নজরদারি করতে পারে।’
এনএসও দাবি করছে, বিভিন্ন দেশের গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে এ ধরনের প্রযুক্তি সহজলভ্য হওয়ার কারণেই বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ রাতে ভালোভাবে ঘুমাতে এবং নিশ্চিন্তে রাস্তায় চলাচল করতে পারে।
ইসরায়েলের সাবেক সাইবার গোয়েন্দাদের হাত ধরে ২০১০ সালে গড়ে ওঠা তেল আবিবভিত্তিক এনএসও গ্রুপ আত্মপক্ষ সমর্থন করে বলছে, তারা যাদের কাছে এই প্রযুক্তি বিক্রি করে তাদের মাধ্যমে সংগৃহীত তথ্যের ওপর তাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই।
এনএসও দাবি করেছে যে, তারা সরকারি কোনো সংস্থার কাছে সফটওয়্যারটি বিক্রির পর তার পরিচালনার দায়িত্বে আর থাকে না, ফলে গ্রাহকের লক্ষ্যবস্তুর বিষয়ে কোনো তথ্যও তাদের হাতে আসে না। তাই বিষয়টি নিয়ে তাদের অভিযুক্ত করার কোনো কারণ নেই।
তবে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের অন্তত ৪৫টি দেশে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি–পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতা হয়েছে বলে সম্প্রতি খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে শোরগোল পড়েছে।
এএস