ইরাকে মার্কিন জোটের ঘাঁটিতে হামলা
ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এই ঘাঁটিতে মার্কিন সৈন্যদের আবাস থাকলেও হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে শনিবার যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট জানিয়েছে।
ইরাক থেকে মার্কিন সৈন্য পুরোপুরি প্রত্যাহার নিয়ে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সোমবার দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাধেমির বৈঠকের আগে এই হামলার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
মার্কিন-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েনি মারোত্তো এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার ভোরের দিকে কুর্দিস্তানে জোটের একটি ঘাঁটিতে হামলা হয়েছে। তবে হামলায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র এবং জোটের সৈন্যরা সতর্ক অবস্থানে থাকবে এবং আত্মপ্রতিরক্ষার সব ব্যবস্থা কার্যকর করবে।
ইরাকি কুর্দি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী আরবিল থেকে ৭০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলের আল-হায়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে সর্বশেষ এ হামলার জন্য ইরানপন্থি সরকার সমর্থিত একটি প্যারামিলিটারি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ২০১৪ সালে প্রায় সাড়ে তিন হাজার সৈন্য মোতায়েন করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট। তারপর থেকে দেশটিতে এখনও প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে।
ইরানপন্থি বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী ইরাক থেকে আন্তর্জাতিক সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন স্বার্থের ওপর প্রায় অর্ধশত হামলা হয়েছে।
শুক্রবার ইরাকি রেসিস্ট্যান্স কো-অর্ডিনেশন কমিটি মার্কিন সব সৈন্য প্রত্যাহার এবং দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছে।
সূত্র: রয়টার্স।
এসএস