লুডুকে মূলত পারিবারিক খেলা। অবসরে লুডু খেলতে দেখা যায় পরিবারের সদস্যদের। তাতে বাবা-মা ছাড়াও অন্য সদস্যারও অংশ নেন। লুডু খেলা নিয়ে বিতণ্ডাও হয়। কিন্তু বাবার কাছে হেরে আদালতের দারস্থ হয়ে চমকে দিয়েছেন এক তরুণী।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালে। মেয়ের দাবি, লুডু খেলায় বাবার কাছে হেরে তিনি নিজেকে একাকী মনে করতে শুরু করেন। খেলায় হারার পর থেকে তাকে তাচ্ছিল্য করায় তার মন খারাপ হয়। একাকিত্ব নিয়েই আদালতের দারস্থ হন তিনি। 

বাবার কাছে হারার পর যে অভিজ্ঞতার মধ্যে যাচ্ছিলেন তা দুঃসহ বোধ হওয়ায় ২৪ বছরের ওই তরুণী পারিবারিক আদালতে যান। ওই আদালতের কাউন্সেলর সারিতা রজনী সাংবাদিকদেরকে ওই তরুণীয় আদালতে দারস্থ হওয়ার খবরটি জানিয়েছেন।  

কাউন্সেলর সারিতা রজনী সাংবাদিকদের বিষয়টি সম্পর্কে বলেন, লুডু খেলায় হারার পর থেকে তরুণী যেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তাতে করে ওই তরুণী তার বাবার প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছেন এমনকি তাতে বাবা বলে সম্বোধন করতেও তিনি দ্বিধান্বিত। 

আদালতের দারস্থ হওয়া ওই তরুণী তাকে এসব কথা বলেছেন জানিয়ে সারিতা রজনী সাংবাদিকদের আরও বলেছেন, লুডু খেলার আগে তাদের বাবা-মেয়ের সম্পর্ক ভালো ছিল। কিন্তু লুডু খেলায় হারার পর থেকে তাদের মধ্যে সম্পর্কের এই সংকট দেখা দিয়েছে।  

আদালতে অভিযোগ জানাতে এসেই তরুণী কাঁদতে শুরু করেন। তিনি আশা করেছিলেন বাবা কেবল তাকে খেপানোর জন্য এই খেলাটি হারাবেন, তবে তা ঘটেনি। শুধু তাই নয় উল্টো হারার পর থেকে এ নিয়ে তাকে নানাভাবে তাচ্ছিল্য ও অপদস্থ করতে শুরু করেন। 

ওই তরুণী যে পারিবারিক আদালতে বাবার নামে অভিযোগ করেছেন সেখানকার কাউন্সেলর সারিতা রজনী আরও বলেছেন, ‌‌‘আমি ওই তরুণীর সঙ্গে চার বার দেখা করেছি, কথা বলেছি। তার মধ্যে বিষয়টি নিয়ে এখন কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি।’     

মহামারিকালে সমাজে অনেক পরিবর্তন হচ্ছে জানিয়ে তিনি আরও বলছেন, ‘করোনার সংক্রমণ রুখতে জারি লকডাউনে মাসের পর মাস ঘরবন্দি থাকায় পরিবার তথা সমাজে এসব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সবাই ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি করছেন।’ 

এএস