মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হাস্যকর এক দাবি করে বসেছেন। তিনি বলেছেন,গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রতি অনাস্থার কারণে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক করোনার টিকা গ্রহণে রাজি হচ্ছেন না।

দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার বলছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে করোনার অন্তত এক ডোজ টিকা প্রয়োগের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তা বাস্তবায়ন না হওয়ায় ট্রাম্প এ কথা বলেছেন। 

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তথ্য মতে, এখনও দেশটিতে টিকা গ্রহণকারীর সংখ্যা ৭০ শতাংশে পৌঁছায়নি। তবে জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, ট্রাম্পের রিপাবলিকান পার্টির ব্যাপক সংখ্যক সমর্থক ও সদস্য এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন।

অবশ্য হোয়াইট হাউস টিকা নেওয়ার প্রবণতা হ্রাসের সত্যতা স্বীকার করে বলেছে, করোনার ভ্যাকসিন সম্পর্কে অনলাইনে ভুল তথ্য রয়েছে। সেগুলো সংশোধনের কাজ চলছে।

আমেরিকার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ট্রাম্প বহুবার দাবি করেছেন, নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে তিনি হেরে গেছেন। তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করে আসছেন।

অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার গত ডিসেম্বরে জানিয়েছেন, বিচার বিভাগ নির্বাচনে জালিয়াতির কোনও প্রমাণ পায়নি। পার্স টুডে।

এসএস