বিশ্বে ১৫ লাখ মানুষ রুশ টিকা নিয়েছে, দাবি মস্কোর
সারা বিশ্বে এখন পর্যন্ত ১৫ লাখ মানুষ রাশিয়ার তৈরি করোনাভাইরাস টিকা ‘স্পুটনিক ফাইভ’ নিয়েছে বলে জানিয়েছে মস্কো। সোমবার (১১ জানুয়ারি) দেশটি এ কথা জানায়।
বিশ্বব্যাপী ১৫ লাখ মানুষের ‘স্পুটনিক ফাইভ’ টিকা নেওয়ার বিষয়টি বার্তাসংস্থা এএফপি’র কাছে নিশ্চিত করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। তবে বিশ্বের কোথায় কোথায় এই পরিমাণ টিকা দেওয়া হয়েছে, সেটা খোলাসা করেনি তারা। স্পুটনিক ফাইভ তৈরিতে অর্থায়ন করেছিল এই সংস্থাটি।
বিজ্ঞাপন
আরডিআইএফ’র মুখপাত্র আরসেনি পালাগিন বলেন,‘এই ১৫ লাখ টিকার মধ্যে কত সংখ্যক রাশিয়ার ভেতরে এবং বাইরের দেশগুলোতে কত সংখ্যক ব্যবহার করা হয়েছে, সেটা আমরা বলতে পারবো না।’
কোনো রাষ্ট্র আলাদাভাবে তথ্য প্রকাশ করতে চাইলে সেটা তাদের বিষয় বলেও জানান তিনি।
গত আগস্ট মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার অনুমোদন দেয় রাশিয়া। এরপরই বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ডোজেরও বেশি টিকা সরবরাহের চুক্তি করে দেশটি।
চলতি মাসে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো বলেন,‘এখন পর্যন্ত আট লাখেরও বেশি রুশ নাগরিক স্পুটনিক ফাইভ টিকা নিয়েছেন।
গত সপ্তাহে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর একজন উপদেষ্টা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জরুরি পরিস্থিতিতে রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ টিকার ব্যবহার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মস্কোর আলোচনা আগামী ২০ জানুয়ারি শুরু হতে পারে।
প্রয়োজনীয় টিকা জোগাড়ে সংকটের মধ্যে থাকা দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে স্পুটনিক ফাইভ টিকার জরুরি বিতরণ এই আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হতে পারে।
বেশ কয়েক মাস ধরেই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে রাশিয়া। তবে রাশিয়ার কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে এসেছে।
সোমবার পর্যন্ত দেশটিতে ৩৪ লাখ ২৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬২ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
সূত্র: এনডিটিভি
টিএম