জার্মানিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির কোন প্রজন্ম তার জীবদ্দশায় একবার বন্যা দেখে থাকেন। বুধবার রাতে সেই বন্যাও শুরু হয়েছে জার্মানিতে। এতে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ছয়টি ভবন ধসে পড়ে। নিখোঁজ রয়েছেন অনেকে। অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন বাসা-বাড়ির ছাদে। পুলিশ এসব তথ্য জানিয়েছে। 

পুলিশকে উদ্ধুত করে দেশটির সম্প্রচারমাধ্যম এসডব্লিউআর জানিয়েছে, প্রদেশটির শাচাল্ড বেই আদেন্যু ডিস্ট্রিক্টের হিলি আইফেল এলাকায় ভবন ধসে পড়ার পর ৩০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে। ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও ২৫টি বাড়ি।   

বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় পুলিশের মুখপাত্র বলেছেন, ‘প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নিয়েছেন এমন কতজন মানুষকে উদ্ধার করতে হবে তার সঠিক হিসাব আমাদের কাছে নেই। অনেক এলাকায় দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। আমাদের হাতে এই পর্যন্ত পরিস্থিতির সঠিক চিত্রটি নেই। কারণ এসব মানুষকে উদ্ধার করার তৎপরতা অব্যাহত রয়েছে।  

ভারী বৃষ্টির পর বন্যায় উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে দুই দমকলকর্মী ডুবে গেছেন। আটকে পড়া বাসিন্দাদেরকে উদ্ধারের জন্য সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বৃষ্টি-বন্যার কারণে রেল, সড়ক ও নদী পথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। 

জার্মানির আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালের বুলেটিনে আরও সতর্ক করে জানিয়েছে, বৃহস্পতিবারও জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই ভারী বৃষ্টিপাত আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।  

এএস