মিয়ানমারের এক স্বাস্থ্যকর্মীকে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসের ছবি

করোনাভাইরাস প্রতিরোধে মিয়ানমারকে ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দিচ্ছে রাশিয়া। চলতি মাস থেকেই এই টিকা পাঠনো শুরু করবে দেশটি। শনিবার (১০ জুলাই) মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিং অং হ্লেইং একথা জানান। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখল করেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিং অং হ্লেইং। এরপর থেকে দেশটির সামরিক সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

শনিবার জেনারেল হ্লেইং জানান, মিয়ানমারে করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এ কারণে ভ্যাকসিন দিয়ে আমাদেরকে সহায়তা করার কথা জানিয়েছেন রাশিয়ার জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা।

মিয়ানমারের সামরিক বাহিনী পরিচালিত মিওয়াদ্দি টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘আমি তাদেরকে বললাম যে- আমার ২০ লাখ ডোজ টিকা প্রয়োজন এবং তারা সেটা আমাকে দেবে।’

শুক্রবার মিয়ানমারে আরও ৪ হাজার ৩২০ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। টানা দ্বিতীয় দিন দেশটিতে এই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হলো। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দেশটিতে মারা যায় ৬৩ জন।

অবশ্য গত মাসে জেনারেল মিং অং হ্লেইং জানিয়েছিলেন যে, তিনি ৭০ লাখ ডোজ রুশ করোনা ভ্যাকসিন চান। তবে এবার এক লাফে সেই সংখ্যা তিনি ২০ লাখে নামিয়ে আনলেন।

সূত্র: আলজাজিরা

টিএম