করোনায় রাশিয়ায় রেকর্ড ৭৩৭ জনের মৃত্যু
রাশিয়ায় টানা অষ্টম দিনের মতো করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন অন্তত ৭৩৭ জন; যা রাশিয়ায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি।
সংক্রমণের হিসেবে বিশ্বের পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় প্রথমবারের মতো করোনায় একদিনে মৃত্যুর সংখ্যা সাতশ’ ছাড়িয়েছে মঙ্গলবার। করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গত ৮ দিন ধরে দেশটিতে করোনায় টানা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।
বিজ্ঞাপন
রাশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে মস্কো। রাজধানী মস্কোতে নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন তাদের প্রায় ৯০ শতাংশের শরীরেই ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টার উপস্থিতি পাওয়া যাচ্ছে বলে শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন।
মস্কোর বিভিন্ন অফিসের টিকা না নওয়া এক তৃতীয়াংশ কর্মীকে বাড়িতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গত ছয় মাসের মধ্যে যারা আক্রান্ত হয়েছিলেন অথবা টিকা নিয়েছেন কেবলমাত্র তাদেরকে মস্কোর রেস্টুরেন্টে খাবারের অনুমতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী আগস্টের মধ্য ৬০ শতাংশ শিল্প কর্মীকে পুরোপুরি করোনাভাইরাসের টিকার আওতায় আনার নির্দেশ দিয়েছেন সোবিয়ানিন। মঙ্গলবার পর্যন্ত মস্কোর এক কোটি ২০ লাখ জনসংখ্যার মাত্র ১৮ লাখ মানুষকে করোনা টিকার পুরো ডোজ দেওয়া হয়েছে। এছাড়া রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র ১ কোটি ৮২ লাখ মানুষকে এখন পর্যন্ত করোনার টিকার আওতায় আনা হয়েছে।
করোনাভাইরাসের ভ্যাকসিনে প্রতি রাশিয়ায় অনেক মানুষের আস্থা নেই। দেশটির স্বতন্ত্র একটি জরিপ সংস্থা বলছে, চলতি সপ্তাহেও রাশিয়ার প্রায় ৫৪ শতাংশ মানুষ বলেছেন, তাদের করোনাভাইরাসের টিকা নেওয়ার পরিকল্পনা নেই।
আগামী সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার মোট ৬০ শতাংশ জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকার পুরো ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ক্রেমলিন। তবে গত সপ্তাহে দেশটির সরকার বলেছে, তাদের এই লক্ষ্যমাত্রা আগামী ডিসেম্বরের আগে পূরণ হওয়া সম্ভব নয়।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে এক লাখ ৩৯ হাজার ৩১৬ জনের প্রাণহানি ঘটেছে; যা সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
এসএস