করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে ভারতে এক তরুণী ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। শুক্রবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগর শহরে এই ঘটনা ঘটে।

রোববার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গভিত্তিক পত্রিকা আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, ওই তরুণীর নাম বাণী। করিমনগরে একটি সরকারি ব্যাংকে প্রবেশন অফিসার হিসেবে কাজ করতেন তিনি; ব্যাংকের কাছেই এক সহকর্মীর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন। বাণীর পরিবার থাকে হায়দারাবাদে।

করিমনগর পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই বাসা থেকে বাণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও তার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ। ওই হাতের লেখা বাণীর নিজের কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ কেন বেছে নিলেন, এ সব প্রশ্নের উত্তর এখন খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমডব্লিউ