তালেবানের দাপটে দেশ ছেড়ে পালাচ্ছে আফগান সেনারা
মার্কিন সেনারা বাড়ি ফেরায় আফগানিস্তানের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী তালেবানের দাপটে গতকাল রোববার এক হাজারের বেশি আফগান সেনা সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।
রয়টার্স এই খবর জানিয়ে লিখেছে, আফগানিস্তানে বিশ বছর ধরে তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনারা এখন বাড়ি ফিরতে শুরু করায় তালেবানের দাপট যে আরও বেড়েছে তার প্রমাণ আফগান সেনাদের এই সীমান্ত পাড়ি।
বিজ্ঞাপন
দেশের উত্তরাঞ্চলে তালেবানের দাপট জোরালো হওয়ায় শত শত আফগান সেনা পালিয়ে যাচ্ছেন। কিন্তু আজ রোববার একদিনে সর্বাধিক সেনা সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা। যুক্তরাষ্ট্র বাগরাম বিমানঘাঁটি খালি করে দেওয়ার দুই দিন পর ঘটলো এই ঘটনা।
তাজিক সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে যে, তাজিকিস্তান ও চীন সীমান্তবর্তী বাদাকশান প্রদেশে তালেবানরা ছয়টি গুরুত্বপূর্ণ জেলা দখল করার পর ১ হাজার ৩৭ জন আফগান সেনা তাজিকিস্তানের অনুমতি নিয়ে সীমান্ত পেরিয়ে দেশটিতে ঢুকেছে।
বিষয়টি নজরে আসার পর রোববারই তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে টেলিফোন আলাপে সেনাদের সীমান্ত পাড়ি দিয়ে তাজিকিস্তানে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের কার্যালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, তাজিক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলে যে পরিস্থিতির তৈরি হয়েছে তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’
আফগান সেনাদের ‘বাধ্য হয়ে সীমান্ত পাড়ি’ দেওয়ার ঘটনায় প্রেসিডেন্ট রাখমোন উদ্বেগ জানিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে তাজিক সরকার সদা তৎপর রয়েছে বলেও জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
সেনাদের এভাবে সীমান্ত পাড়ি দিয়ে তাজিকিস্তান যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কতজন সেনা এখন পর্যন্ত দেশটিতে পালিয়ে গেছেন তা নিশ্চিত করতে পারেনি মার্কিন সমর্থিত আফগানিস্তান সরকারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সকে সোমবার ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘তালেবান এসব এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে সীমান্ত পাড়ি দেওয়া ছাড়া এসব মানুষের হাতে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না।’
গত সপ্তাহে মার্কিন সেনারা আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম খালি করে দিয়েছে। তালেবানের সঙ্গে চুক্তি মেনেই মে থেকে যুক্তরাষ্ট্রের সেনারা দেশে ফিরতে শুরু করার পর একের পর এক এলাকার দখল নিচ্ছে তালেবান।
চুক্তি অনুযায়ী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা। চুক্তি মেনে তালেবান পশ্চিমা দেশগুলোর সেনাদের ওপর হামলা না করলেও আফগান সরকারি বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। দখল করে নিচ্ছে সরকার নিয়ন্ত্রিত এলাকা।
এএস